For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্থানীয় ইস্যুকে টার্গেট করে লড়াই, উপনির্বাচনে সূচাগ্র মেদিনী বিজেপিকে দেবে না তৃণমূল কংগ্রেস

নিছক একটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। আর সেই উপনির্বাচনে অত্যন্ত পেশাদারিত্ব দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

নিছক তিনটি কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন। আর সেই উপনির্বাচনে অত্যন্ত পেশাদারিত্ব দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। এই পেশাদারিত্বের পিছনে আসল মস্তিষ্ক ভোট কৌশলী প্রশান্ত কিশোরের। তৃণমূল কংগ্রেস বাম অথবা বিজেপির মতো সঙ্ঘবদ্ধ দল নয়। এক নেত্রীর দলে পেশাদারিত্বের থেকেও নেত্রীর নিয়ম মানাই বিধান। নেত্রী যা বলবেন সেটাই শীর্ষ থেকে শুরু করে দলের তৃণমূল স্তর পর্যন্ত মেনে চলতে হবে। এটাই নিয়ম। তবে এমন একটি দলেও নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব আনার চেষ্টা করছেন ভোট কৌশলী প্রশান্ত।

খড়্গপুরকে টার্গেট

খড়্গপুরকে টার্গেট

সাধারণত লোকসভা বা বিধানসভার ভোট ছাড়া ছোট নির্বাচনগুলিতে ইশতেহার প্রকাশের নমুনা দেখা যায় না। তবে খড়গপুর কেন্দ্রে সামান্য একটি আসনের উপনির্বাচনে ইশতেহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। যা একেবারে নজিরবিহীন ঘটনা সন্দেহ নেই।

স্থানীয় ইস্যুকে টার্গেট

স্থানীয় ইস্যুকে টার্গেট

এই ইশতেহারে একেবারে স্থানীয় ইস্যুগুলোকে টার্গেট করেছেন প্রশান্ত কিশোর। এবং সেগুলিকে সামনে রেখেই মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। ভোটে জেতার আর্জি জানাচ্ছেন নেতারা। এর ফলে এই এলাকায় তৃণমূলের সঙ্গে মানুষের যোগাযোগ আরও নিবিড় হবে বলেই মনে করা হচ্ছে।

তিনটি কেন্দ্রে উপনির্বাচন

তিনটি কেন্দ্রে উপনির্বাচন

আগামী ২৫ নভেম্বর বাংলার তিনটি আসনে বিধানসভা উপনির্বাচন হবে বলে নির্বাচন কমিশন কয়েকদিন আগে ঘোষণা করেছে। এই তিনটি কেন্দ্র হল - উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, নদিয়ার করিমপুর ও পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর।

কেন উপনির্বাচন

কেন উপনির্বাচন

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের আসনে ভোট হচ্ছে কংগ্রেস নেতা প্রমথনাথ রায়ের মৃত্যুর ফলে। অন্যদিকে খড়গপুর সদর ও করিমপুরের বিধায়ক বিজেপির দিলীপ ঘোষ ও তৃণমূলের মহুয়া মৈত্র লোকসভা ভোটে জিতে সাংসদ হয়ে যাওয়ায় সেখানে নতুন করে উপনির্বাচন হচ্ছে।

প্রেস্টিজ ফাইট তৃণমূলের

প্রেস্টিজ ফাইট তৃণমূলের

তৃণমূল কংগ্রেস করিমপুর আসনে অ্যাডভান্টেজে থাকলেও বাকী দুটি আসন খড়গপুর সদর ও কালিয়াগঞ্জে ব্যাকফুটে রয়েছে। এই দুটি আসনকেই প্রেস্টিজ ফাইট হিসেবে দেখে টার্গেট করে এগোতে চাইছেন প্রশান্ত কিশোর। কারণ দুটি আসনেই এগিয়ে বিজেপি। এবং তিনটি আসনের মধ্যে দুটিতে যদি বিজেপি জিতে যায় তাহলে আগামী পুরসভা নির্বাচন ও সর্বোপরি ২০২১ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি রাজ্যজুড়ে বড় অ্যাডভান্টেজ পেয়ে যাবে। সেটা রুখতেই কালিয়াগঞ্জের জন্যও ইশতেহার প্রকাশ করছে তৃণমূল। যা ভোটারদের প্রভাবিত করবে বলেই মনে করা হচ্ছে।

 বাবুল সুপ্রিয়-র পর এবার দেবশ্রী চৌধুরী! গোসাবায় কেন্দ্রীয় মন্ত্রীকে কালো পতাকা বাবুল সুপ্রিয়-র পর এবার দেবশ্রী চৌধুরী! গোসাবায় কেন্দ্রীয় মন্ত্রীকে কালো পতাকা

তিন মন্ত্রীকে তিরস্কার করলেন মমতা! রেহাই নেই ঘনিষ্ঠ, বর্ষীয়ানদেরওতিন মন্ত্রীকে তিরস্কার করলেন মমতা! রেহাই নেই ঘনিষ্ঠ, বর্ষীয়ানদেরও

English summary
How Prashant Kishor model for TMC can bowl out BJP in Bengal bypoll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X