For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২২-এ নষ্ট হতে চলেছে কতগুলি ছুটি? লম্বা ছুটি কি মিলবে নতুন ক্যালেন্ডারে, তালিকা

২০২২-এ নষ্ট হতে চলেছে কতগুলি ছুটি? লম্বা ছুটি কি মিলবে নতুন ক্যালেন্ডারে, তালিকা

Google Oneindia Bengali News

২০২১ বিদায় আসন্ন। তারপরই ২০২২-এর যাত্রা শুরু হবে। নতুন বছর নতুন উন্মাদনায় শুরু করতে প্রস্তুতি চলছে। অনেকে নতুন বছরের জন্য পরিকল্পনা শুরু করেছেন, আবার অনেকে আগামী পুরো বছরের জন্য পরিকল্পনা তৈরি করে ফেলেছেন। নতুন বছরের শুরুর আগে থেকেই মন চলে যায় ক্যালেন্ডারের দিকে। আর সেদিকে নজর যেতেই হতাশা গ্রাস করেছে অনেকের মনে।

উৎসাহী মানুষজন হতাশ সপ্তাহান্তিক ছুটি নিয়ে

উৎসাহী মানুষজন হতাশ সপ্তাহান্তিক ছুটি নিয়ে

মানুষ নতুন ক্যালেন্ডারে এলে যেমন জন্মদিন কবে দেখতে পছন্দ করে, তেমনই দেখে পুজো বা উৎসবের দিনগুলি। আর চাকরিজীবীরা সবথেকে বেশি গুরুত্ব দেয় ছুটির দিন দেখতে। সেই ছুটির দিন দেখতে গিয়েই মন খারাপের জোগাড়। এ বছর ছুটির দিন দেখতে গিয়ে উৎসাহী মানুষজন হতাশ হয়েছে সপ্তাহান্তিক ছুটি নিয়ে।

শনি ও রবিবার বেশ কিছু চিরাচরিত ছুটি, বিপত্তি

শনি ও রবিবার বেশ কিছু চিরাচরিত ছুটি, বিপত্তি

এবার ক্যালেন্ডারে ছুটি নষ্টের বাহুল্য দেখে মন খারাপ চাকরিজীবীদের। একবার চোখ বোলালেই দেখতে পাবেন সেই ছুটি নষ্টের বহর। পরের বছর যেসব ছুটি নষ্ট হতে চলেছে, সেগুলির দিকে একবার চোখ ফেরানো যাক। সপ্তাহান্তে যে ছুটি আপনি পেয়ে থাকেন সেখানে এবার কোপ বসিয়েছে কিছু সরকারি ছুটি। শনি ও রবিবার বেশ কিছু চিরাচরিত ছুটি পড়ে গিয়ে বিপত্তি বেধেছে।

বছরের প্রথম দিনের ছুটিও মার খাচ্ছে শনিবার পড়ায়

বছরের প্রথম দিনের ছুটিও মার খাচ্ছে শনিবার পড়ায়

সপ্তাহান্তে ছুটি পড়ে যাওয়ায় এক এক করে অনেক ছুটিই কমে গিয়েছে। ২০২২ শুরু হচ্ছে শনিবার। অর্থাৎ বছরের প্রথম দিনের ছুটিও মার খাচ্ছে তা শনিবার পড়ায়। কেননা শনিবার এমনিতেই ছুটি থাকে সরকারি কর্মীদের। এছাড়াও ২০২২-এ সাপ্তাহিক ছুটির দিনে অনেক সরকারি ছুটি পড়ছে। যেমন প্রথমেই ছুটির দিনে পড়েছে, তেমনই মহাত্মা গান্ধী জয়ন্তী, ক্রিসমাস, ইদও শনিবার বা রবিবার পড়েছে।

একনজরে যেসব ছুটি মার খাচ্ছে এবার, সম্পূর্ণ তালিকা

একনজরে যেসব ছুটি মার খাচ্ছে এবার, সম্পূর্ণ তালিকা

এছাড়া অনেক ছুটি সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। তা দেখতেই একবার চোখ বুলিয়ে নিন নিচের সম্পূর্ণ তালিকায়।

১ জানুয়ারি (শনিবার) - নতুন বছর
৯ জানুয়ারী (রবিবার) - গুরু গোবিন্দ সিং জয়ন্তী
৫ ফেব্রুয়ারি (শনিবার) - বসন্ত পঞ্চমী
২ এপ্রিল (শনিবার) - চৈত্র নবরাত্রি, গুড়ি পাদওয়া, উগাদি
১০ এপ্রিল (রবিবার) - রাম নবমী
১০ জুলাই (রবিবার) - ইদ (চাঁদ অনুযায়ী তারিখ পরিবর্তন হতে পারে)
১ অক্টোবর (শনিবার)- নবরাত্রি প্রতিষ্ঠা
২ অক্টোবর (রবিবার) - মহাত্মা গান্ধী জয়ন্তী
৯ অক্টোবর (রবিবার) - মহর্ষি বাল্মীকি জয়ন্তী
২ অক্টোবর (রবিবার)- ঈদ-ই-মিলাদ
৩ অক্টোবর (রবিবার) - ছট পুজো
২৫ ডিসেম্বর (রবিবার) - বড়দিন

লং উইকএন্ডও যথেষ্ট ২০২২-ও

লং উইকএন্ডও যথেষ্ট ২০২২-ও

আসন্ন ২০২২-এ সাপ্তাহিক ছুটির দিনে যেমন অনেক ছুটি আসছে, তেমনই এই বছরটি দীর্ঘ সপ্তাহান্ত অর্থাৎ লং উইকেন্ডের জন্যও ভালো। আসলে এই বছর অনেক ছুটি শুক্রবার বা সোমবার পড়েছে। যার কারণে আপনি একসাথে তিন দিন ছুটি পাবেন। ফলে আপনি তিনদিনের জন্য কোথাও বেড়িয়েও আসতে পারবেন। এছাড়া কিছু ছুটি থাকে বৃহস্পতিবার ও মঙ্গলবারও পড়েছে। সেক্ষেত্রে মাত্র একদিনের অতিরিক্ত ছুটি নিয়ে চার দিনের ছুটিও উপভোগ করতে পারবেন।

English summary
How many holidays are going to be spoiled on weekends in year of 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X