For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাটমানি ফেরত চাওয়ার মর্মান্তিক পরিণতি বধূর! চাঞ্চল্য জলপাইগুড়িতে

ইন্দিরা আবাস যোজনার ঘর পেতে কাটমানি দিতে হয়েছিল বলে অভিযোগ। কিন্তু সেই টাকা দিলেও তালিকায় নাম ওঠেনি। এরপর সেই টাকা ফের চানজলপাইগুড়ির ময়নাগুড়ির সাপ্টিবাড়ির এক গৃহবধূ।

  • |
Google Oneindia Bengali News

ইন্দিরা আবাস যোজনার ঘর পেতে কাটমানি দিতে হয়েছিল বলে অভিযোগ। কিন্তু সেই টাকা দিলেও তালিকায় নাম ওঠেনি। এরপর সেই টাকা ফের চান জলপাইগুড়ির ময়নাগুড়ির সাপ্টিবাড়ির এক গৃহবধূ। অভিযোগ, ওই গৃহবধূকে গণধর্ষণ করে তৃণমূলের উপপ্রধান এবং তার অনুগামীরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

কাটমানি ফেরত চাওয়ার মর্মান্তিক পরিণতি বধূর! চাঞ্চল্য জলপাইগুড়িতে

জলপাইগুড়ির ময়নাগুড়ির সাপ্টিবাড়ির ২ নম্বর পঞ্চায়েত এলাকায় বাড়ি নির্যাতিতারয অভিযোগ, ইন্দিরা আবাস যোজনায় ঘর পাওয়ার আশায় উপপ্রধান বুলবুল আলমকে ৬ হাজার টাকা দিয়েছিলেন। দাবি ১০ হাজার থাকলেও তিনি তা দিতে পারেননি। তবে তালিকার ওই গৃহবধূর নাম ওঠেনি। এরপর থেকে টাকা ফেরত পাওয়ার জন্য উপপ্রধানের কাছে বারবার দরবার করতে থাকেন ওই মহিলা।

অভিযোগ শেষবার ১৪ অগাস্ট উপপ্রধানের কাছে গিয়েছিলেন কাটমানির টাকা ফেরত পাওয়ার আশায়। সেই সময় বুলবুল আলম এবং তাঁর ৪ সহযোগী মহিলাকে গণধর্ষণ করে। এই ঘটনা ওই মহিলা য়াতে না বলেন, তার জন্য হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

সূত্রের খবর অনুযায়ী মঙ্গলবার পরিবারের সদস্যদের ঘটনাটি জানানোর পরেই থানায় অভিযোগ জানানো হয়। যদিও অভিযুক্তদের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।

English summary
House wife was allegedly raped by TMC Panchayaet members in Moinaguri. It is told thatshe claims cut money back from the panchayat members.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X