For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশ্ন-ফাঁস 'বিভীষিকা'! উচ্চ মাধ্যমিকের জন্য নয়া দাওয়াই সংসদের

প্রশ্নফাঁস রুখতে নয়া দাওয়াই পরীক্ষা কেন্দ্রগুলিতে। পরীক্ষা কেন্দ্রগুলিতে মোবাইল ডিটেকশন ডিভাইস বা মেটাল ডিটেক্টর পাঠানো হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

প্রশ্নফাঁস রুখতে নয়া দাওয়াই পরীক্ষা কেন্দ্রগুলিতে। পরীক্ষা কেন্দ্রগুলিতে মোবাইল ডিটেকশন ডিভাইস বা মেটাল ডিটেক্টর পাঠানো হয়েছে। ইতি মধ্যে কর্মীদের মধ্যে ব্যবহার নিয়ে ট্রেনিংও হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের কবর অনুযায়ী, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে এই মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে দেখা হবে পরীক্ষার্থীদের। মোবাইল কিংবা ইলেকট্রনিক ডিভাইস, স্ক্যানারে ধরা পড়বে।

প্রশ্ন-ফাঁস বিভীষিকা! উচ্চ মাধ্যমিকের জন্য নয়া দাওয়াই সংসদের

সম্প্রতি শেষ হয়েছে মাধ্যমিক। প্রত্যেকটি দিনই প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। দেখা গিয়েছে পরীক্ষা শুরুর পর মোবাইল হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র বাইরে এসেছে। এবার সেই পদ্ধতিতেই বাধা দিতে চায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগেই ছাত্রদের মোবাইল ছাড়া করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই পূর্ব বর্ধমানের কাটোয়া-সহ একাধিক জায়গায় আধিকারিকদের নিয়ে বৈঠকও সেরে ফেলেছেন শিক্ষা দফতরের আধিকারিকরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা শুরুর ১ ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস শনিবার জানিয়েছেন, কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গেলেই তা বাজেয়াপ্ত করা হবে। বাতিল করা হতে পারে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বরও।

২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১৩ মার্চ।

English summary
Higher Secondary Education council will use mobile detection device to detect mobile in exam centre
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X