For Quick Alerts
For Daily Alerts
কলকাতা থেকে শান্তিনিকেতন, সাগর চলুন কপ্টারে

বেহালার কপ্টার গ্রাউন্ড দীর্ঘদিন পড়ে ছিল অবহেলায়। মেরামতির পর রবিবার সকালে এখান থেকে হেলিকপ্টার রওনা দিল গঙ্গাসাগরের উদ্দেশে। সাতজন যাত্রী নিয়ে। সরকারি সূত্রের খবর, ফি রবিবারই কপ্টারে চড়ে যাওয়া যাবে গঙ্গাসাগর। ভাড়া পড়বে মাথাপিছু ১৫০০ টাকা। সোমবার যাওয়া যাবে দুর্গাপুর। ভাড়া মাথাপিছু ৪২০০ টাকা। বুধবার হেলিকপ্টার যাবে মালদহ হয়ে বালুরঘাট পর্যন্ত। মালদহ অবধি মাথাপিছু ভাড়া পড়বে ১৩০০ টাকা। আর বালুরঘাট গেলে গুনতে হবে কড়কড়ে ১৫০০ টাকা। ফি শনিবার শান্তিনিকেতন যাওয়ার সুযোগও থাকছে। খরচ পড়বে মাথাপিছু ১৫০০ টাকা।