For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশ্ন ফাঁসে অভিযুক্ত মমতার দেওয়া শিক্ষারত্নে ভূষিত প্রধান শিক্ষক! চাঞ্চল্য ময়নাগুড়িতে

স্কুলকে মেধা তালিকায় তুলতে জালিয়াতির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি জলপাইগুড়ির ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের। প্রধান শিক্ষক হরিদয়াল রায় অভিযোগ অস্বীকার করলেও তাঁকে ডেকে পাঠিয়েছে পর্ষদ।

  • |
Google Oneindia Bengali News

স্কুলকে মেধা তালিকায় তুলতে জালিয়াতির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি জলপাইগুড়ির ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের। স্কুলের শিক্ষকদের একাংশের অভিযোগ, পরীক্ষার অনেক আাগেই প্রশ্নপত্র বের করে, তার উত্তর লিখে ফার্স্ট বয়ের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক হরিদয়াল রায় অভিযোগ অস্বীকার করলেও তাঁকে ডেকে পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

মাধ্যমিকে প্রশ্ন ফাঁসে অভিযুক্ত ময়নাগুড়ির প্রধান শিক্ষক

মাধ্যমিক পরীক্ষার শুরুর দিন থেকেই প্রশ্ন ফাঁস। এমনটাই অভিযোগ উঠেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। নিজের স্কুলকে মেধা তালিকায় আনতে মাধ্যমিকের প্রশ্নের ছবি তুলে হোয়াটসঅ্যাপে স্কুলে প্রথমের দিকে থাকা একাধিক ছাত্রছাত্রীর কাছে তা পাঠানো হত বলে অভিযোগ।

অভিযোগ, সকাল সাড়ে দশটায় স্কুলে প্রশ্নের প্যাকেট আসার পর তা নিয়ে যাওয়া হত পাশের ঘরে। খুব তাড়াতাড়ি খোলা হত প্রশ্নের প্যাকেট। শুধু প্রশ্ন বের করাই নয়, তার উত্তর হোয়াটসঅ্যাপে পৌঁছে যেত ভাল ছাত্রদের হাতে। ভুগোল পরীক্ষার দিন প্রথমে প্রশ্ন যায় ভুগোলের শিক্ষিকার বাড়িতে। সেখান থেকেই উত্তর পৌঁছে গিয়েছিল ফার্স্ট বয়ের হাতে।

পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষক, অন্য শিক্ষক এবং স্কুল পরিচালন সমিতির সব সদস্যকে শুক্রবার পর্ষদের ডেকে পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছন তিনি। এই জিজ্ঞাসাবাদের পরেই স্কুল শিক্ষা দফতরে রিপোর্ট পাঠানো হবে।

সূত্রের খবর অভিযোগ থেকে রেহাই পাওয়ার উপায় নেই প্রধান শিক্ষক হরিদয়াল রায়ের। কেননা, তাঁকে প্রায় হাতেনাতে ধরেছেন অবর স্কুল পরিদর্শক। এমন কি প্রধান শিক্ষক প্রশ্নপত্রের ছবি তুলছেন, সেই ছবিও পর্ষদের কাছে পৌঁছে গিয়েছে বলে খবর।

ঘটনায় এখনও পর্যন্ত পুলিশে অভিযোগ দায়ের করা না হলেও, অভিযোগ প্রমাণতি হলে প্রধানশিক্ষকের চাকরি চলে যেতে পারে।

ঘটনাটি নিয়ে বিরোধীদের তরফে অবশ্য শাসকদল এবং সরকারকে কটাক্ষ করা হয়েছে। বিরোধীদের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত প্রধান শিক্ষককে রাজ্য সরকার শিক্ষারত্ন সম্মানে ভূষিত করেছিল।

English summary
Head Master of a Moinaguri school of Jalpaiguri allegedly leaks question papers to students
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X