For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের পর তিনি রাজনীতি ছেড়ে দিতে পারেন! কারণ জানালেন অনুব্রত মণ্ডল

ভোটের ফল বেরনোর পর তিনি রাজনীতি ছেড়ে দিতে পারেন। সূত্রের খবর অনুযায়ী, এমনটাই মন্তব্য করেছেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

  • |
Google Oneindia Bengali News

ভোটের ফল বেরনোর পর তিনি রাজনীতি ছেড়ে দিতে পারেন। সূত্রের খবর অনুযায়ী, এমনটাই মন্তব্য করেছেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। নরেন্দ্র মোদী ফের ক্ষমতায় এলে তিনি এই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। জেলা জুড়ে প্রচার করছেন অনুব্রত। সেরকমই এক প্রচারসভায় জানিয়েছেন তিনি।

ভোটের পর তিনি রাজনীতি ছেড়ে দিতে পারেন! কারণ জানালেন অনুব্রত মণ্ডল

বীরভূমের হাসনের সভায় ভাষণ দিচ্ছিলেন অনুব্রত মণ্ডল। সেখানে তিনি বলেন, মা-বোন সবাইকে বলেছেন, রাজ্যে ৪২-এ ৪২ পাবে তৃণমূল। মোদী যদি এই রাজ্য থেকে আটটা আসন পায় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেইমান বলেও কটাক্ষ করেন তিনি।

বিজেপির তরফে রাজ্যে ২৩ আসনের টার্গেট অনেক দিন ধরেই করা হয়েছে। সম্প্রতি আলিপুরদুয়ারে সভা করে সেই দাবি আরও একবার উস্কে দিয়েছেব
সভাপতি অমিত শাহ। অন্যদিকে নিয়েলসনের সমীক্ষায় তৃণমূলের আসন কমে ৩১ ও বিজেপি-র আসন বেড়ে আট হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে এইসব সমীক্ষাকে তিনি পাত্তা দেন না বলেও জানিয়েছেন অনুব্রত মণ্ডল।

English summary
He will left politics if Narendra Modi come to power again, said Anubrata Mondal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X