For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি 'বলে কিছু, করে অন্য কিছু', হাথরাস নিয়ে মমতার শক্তিশেল 'পথশ্রী' প্রকল্পের অনুষ্ঠান থেকে

  • |
Google Oneindia Bengali News

উত্তরবঙ্গে 'পথশ্রী' প্রকল্পের উদ্বোধনে ফুলবাড়ি পৌঁছে এদিন ফের একবার উত্তরপ্রদেশের 'যোগী রাজ' কে টার্গেটে নিলেন মমতা। মমতা এদিন সকালেই হাথরস নিয়ে একটি টুইট করেন। সেখানে, তিনি উত্তরপ্রেদশে ধর্ষণের ঘটনা নিয়ে সোচ্চার হন। এরপর এদিন ফুলবাড়ি পৌঁছেই ফের একবার বিজেপির দিকে নিশানা তাক করতে পিছপা হলেন না।

 দলিতদের ওপর অত্যাচার

দলিতদের ওপর অত্যাচার

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সুর চড়িয়ে বলেন, 'দেখুন দলিতদের ওপর অত্যাচার কী পরিমাণে হচ্ছে। আজ দলিত কাঁদছে। ভোটের সময় লোক দেখিয়ে ওরা দলিতদের বাড়িয়ে গিয়ে খাবর খায়, আবার সেই খাবার বাইরে থেকে কিনিয়ে আনে, আর তারপর দলিতদের ওপর অত্যাচার করে। মারধর করে। কখনও সংখ্যালঘুদের ওপর অত্যাচার করে। কখনও আবার আদিবাসীদের ওপর অত্যাচার করে। '

 ভোট পরদ চড়ল!

ভোট পরদ চড়ল!

২০২১ সালের নির্বাচন সামনেই। তার আগে এদিন মমতা , উত্তরঙ্গবাসীকে মনে করিয়ে দেন যে ২০১৯ সালের লোকসভায় বিজেপি উত্তরবঙ্গের একাধিক আসন দখল করেও উন্নয়ন করেনি। তবে তৃণমূল 'পথশ্রী'র মতো প্রকল্প নিয়ে এসে সাধারণের পাশে থাকতে চাইছে। উল্লেখ্য, আসন্ন নির্বাচনে সংখ্যালঘু ও রাজবংশী, আদিবাসী ভোট ব্যাঙ্ক একটি বড় ফ্যাক্টর। সেদিকেও যে তৃণমূলনেত্রীর নজর রয়েছে, তা তিনি স্পষ্ট করেছেন।

 মমতার বার্তা দলিত অত্যাচার নিয়ে

মমতার বার্তা দলিত অত্যাচার নিয়ে

মমতা এদিন বলেন,' রাজবংশীদের জন্য বা উত্তরবঙ্গ এসে তো ওরা অনেক প্রতিশ্রুতি দেয়। কিছু কি কাজ হয়েছে? বলেছিল বন্ধ চাবাগান খুলবে। ৩ বছর পার হয়ে গেল, একটাও খুলেছে? সব মিথ্যা প্রতিশ্রুতি। এরা বলে কিছু, করে অন্য কিছু। আমরা যা বলি তাই করি। '

'কথার দাম যাঁদের নেই তাঁদের মানুষমনে করি না '

'কথার দাম যাঁদের নেই তাঁদের মানুষমনে করি না '

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপি প্রসঙ্গে তোপ দাগতে গিয়ে বলেন, ' কথার দাম যাঁদের নেই তাঁদের মানুষ মনে করি না। আমি মনে করি, যাঁদের কথার দাম রয়েছে, তাঁদেরই রাজনীতি করা উচিত। ' উল্লেখ্য, এদিন তিনি উত্তরপ্রদেশের পরিস্থিতি প্রসঙ্গে সীতাদেবীর তুলনা টেনে আনেন।

 হাথরস নিয়ে সরব মমতা

হাথরস নিয়ে সরব মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় এদি বলেন,' সীতা মাকে অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল। আজ উত্তরপ্রদেশে শুধু ধর্ষণ ন., ধর্ষণের পর আগুনে নির্যাতিতার দেহ পুড়িয়ে দেওয়া হচ্ছে। তদবন্ত হচ্ছে নাষ পুলিশের উচিত দ্রুত তদন্ত করা। আমরাও করেছি। আমাদের এখানে ৭২ ঘণ্টার মধ্যে অপরাধী ধরা পড়েছে। কিন্তু উত্তর প্রদেশের ধর্ষণের পর যুবতীকে পুলিশ পুড়িয়ে দিল। অপশাসন চলছে। '

English summary
Hathras issue, Mamata Banerjee targets BJP in Pathashree program in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X