পার্থেনিয়াম নিধন কর্মসূচি শুরু কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি
নির্মল বাংলা প্রকল্পের আওতায় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির পার্থেনিয়াম নিধন কর্মসূচি নিয়েছে। কালিয়াগঞ্জ ব্লকের একাধিক জায়গায় গজিয়ে উঠেছে বিষাক্ত পার্থেনিয়াম গাছ। যা পরিবেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। পার্থেনিয়ামের দুষণের জেরে ক্যান্সার পর্যন্ত হতে পারে।

প্রতিদিনই রায়গঞ্জ-বালুরঘাট রাস্তা দিয়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ যাতায়াত করেন। আর এই রাস্তার দুধারে অসংখ্য পার্থেনিয়াম গাছ গজিয়ে উঠেছে। যা দূষণ ছড়াচ্ছে গোটা এলাকায়। পঞ্চায়েত এলাকার বাসিন্দারা যাতে এই মারণ ব্যাধিতে আক্রান্ত না হন সেকারণে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার।


একই সঙ্গে গ্রামবাসীদেরও এই পার্থেনিয়াম গাছ সম্পর্কে সচেতন করাও লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। একশো দিনের কাজের আওতায় বোচাডাঙ্গা গ্রামপঞ্চায়েতের রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কের দু ধারে গজিয়ে ওঠা বিষাক্ত পার্থেনিয়াম গাছ নিধনের কাজ শুরু হয়েছে। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ থেকে মুক্তি ঘটছে অন্যদিকে তেমন একশো দিনের কাজে কর্মসংস্থার হচ্ছে গ্রামবাসীদের।

[আরও পড়ুন: এনআরএস কাণ্ডের পর ফের চিকিৎসককে মারধর ঘিরে ধুন্ধুমার! শুরু ধর্মঘট ]