For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১১৩১ পদ, পরীক্ষার্থী ১০ লাখ! বাংলার নিদারুণ ছবি

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

চাকরি
কলকাতা, ২৭ জুলাই: পদ ১১৩১টি। আর পরীক্ষায় বসলেন ১০ লক্ষ প্রার্থী! পশ্চিমবঙ্গে নেই-চাকরির বাজার রবিবার সাক্ষী রইল এমনই অবস্থার। খাদ্য দফতরের সাব ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগের পরীক্ষা নিতে তাই নাজেহাল অবস্থা হল রাজ্য স্টাফ সিলেকশন কমিশনের।

সারা ভারতে কর্মসংস্থানের নিরিখে পশ্চিমবঙ্গের স্থান নীচের দিকে। শিল্প নেই কিংবা যে শিল্পপতিরা এখনও টিকে রয়েছেন, পাততাড়ি গোটাতে চাইছেন। তাই কর্মসংস্থানের অবস্থা শোচনীয়। লক্ষ লক্ষ বেকার ছেলেমেয়েদের ভরসা সেই সরকারি চাকরি। এক-একটি পদের বিজ্ঞপ্তি বেরোয় আর সবাই ঝাঁপিয়ে পড়ে। সেই সত্তরের দশক থেকে এই ছবি দেখছে রাজ্য। আজ ২০১৪ সালেও একই অবস্থা। খাদ্য দফতরের এসআই নিয়োগের পরীক্ষাতেও তাই অনুরূপ ছবি।

১১৩১টি পদের জন্য অন লাইনে ৮ লক্ষ এবং অফ লাইনে ২ লক্ষ আবেদন জমা পড়েছিল। এই ১০ লক্ষ প্রার্থীর অ্যাডমিট কার্ড পাঠাতে গিয়ে ল্যাজেগোবরে হয় রাজ্য স্টাফ সিলেকশন কমিশন। উপযুক্ত পরিকাঠামো না থাকায় এই সমস্যা হয়। কারও অ্যাডমিড কার্ডে নাম ভুল, কারও বাবার নাম ভুল এসেছে। আবার কেউ বাঁকুড়ার বাসিন্দা, অথচ অ্যাডমিট কার্ডে মালদহের ঠিকানা ছাপা হয়েছে! এ নিয়ে গতকালও এসএসসির ময়ূখ ভবন অফিসে প্রার্থীদের ভিড় লেগেছিল।

আজ, রবিবার সারা রাজ্যে ২২০০ কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। অর্থ দফতর জানিয়েছে, এই পরীক্ষার আয়োজন করতে ১০ কোটি টাকা খরচ হয়েছে। তবে পরীক্ষার্থীদের থেকে নেওয়া ফি বাবদ আয় হবে অন্তত ১৬ কোটি টাকা। সিপিএমের অভিযোগ, এই পরীক্ষা লোকদেখানো। মোটা টাকার বিনিময়ে নির্দিষ্ট প্রার্থীদেরই চাকরি দেওয়া হবে।

English summary
Grim scenario of Bengal: 10 lakh job seekers jostle for 1131 posts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X