For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গরু খোঁজার মতো প্রার্থী খুঁজছে বিজেপি, শেষে কি না গরুকেই ধরে আনলেন মোদী

২০১৯-এর লোকসভা যুদ্ধের দামামা বেজে গিয়েছে অনেকদিনই। লোকসভার দিনক্ষণ ঘোষণার পর ইতিমধ্যে প্রচারে ঝড় তুলেছেন প্রার্থীরা। কিন্তু বিজেপি এখনও রাজ্যের সমস্ত আসনে প্রার্থী ঘোষণা করতেই পারেনি।

Google Oneindia Bengali News

২০১৯-এর লোকসভা যুদ্ধের দামামা বেজে গিয়েছে অনেকদিনই। লোকসভার দিনক্ষণ ঘোষণার পর ইতিমধ্যে প্রচারে ঝড় তুলেছেন প্রার্থীরা। কিন্তু বিজেপি এখনও রাজ্যের সমস্ত আসনে প্রার্থী ঘোষণা করতেই পারেনি। বিজেপি বিরোধীদের অভিযোগ, বিজেপি এখন প্রার্থী খুঁজছে গরু খোঁজার মতো। তারই প্রতিচ্ছবি উঠে এসেছে দেওয়াল লিখনে।

‘চল তোরে লোকসভার বিজেপি প্রার্থী করব’

‘চল তোরে লোকসভার বিজেপি প্রার্থী করব’

দেওয়াল লিখনে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা গরুকে ধরে টানছেন। সেখানে লেখা- ‘চল তোরে লোকসভার বিজেপি প্রার্থী করব'। সেই ছবিই এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এবার সোশাল মিডিয়ার দৌলতে ভোট বাজারের বহু ভাইরাল দেওয়াল লিখন, প্রচারের ছবি, মিম আকারে উঠে আসছে। তার মধ্যে গরুকে নিয়ে এই দেওয়াল লিখন বিশেষ নজর কেড়েছে।

৪২ আসনের মধ্যে ৩০ আসনে প্রার্থী ঘোষণা

৪২ আসনের মধ্যে ৩০ আসনে প্রার্থী ঘোষণা

পশ্চিমবঙ্গ মোট ৪২টি আসনের মধ্যে প্রথম দফায় ২৮টি আসনের প্রার্থী ঘোষণা করে বিজেপি। ভোট ঘোষণার ১০ দিন পর দোলের দিন বিজেপি পাঁজি-পুঁথি মেনে প্রার্থী ঘোষণা করে। পরে একটি একটি করে মোট দুটি আসনের প্রার্থী ঘোষণা করা হয়। অর্থাৎ এখন পর্যন্ত মোট ৩০টি কেন্দ্রের প্রার্থী চুড়ান্ত হয়েছে।

১২ আসনে গরু খোঁজা, কুৎসা বিরোধীদের

এই অবস্থাতেই অভিযোগ, বিজেপিকে গরু খোঁজার মতো প্রার্থী খুঁজতে হচ্ছে বাংলায়। তা-ই মিম আকারে ছড়িয়ে পড়ছে মোবাইলে মোবাইলে। এখনও ১২টি আসনে প্রার্থী দিতে হবে। প্রার্থী না পেয়ে নরেন্দ্র মোদী গরুকে টেনে নিয়ে যাচ্ছেন বিজেপির প্রার্থী করার জন্য। বিরোধীরা বিজেপির প্রার্থী ক্রাইসিসকে সামনে আনার চেষ্টা করছে। আর বিজেপির দাবি, এসব বিরোধীদের কুৎসা।

[আরও পড়ুন:স্ত্রীর ব্যাগ পরীক্ষা বিতর্ক! বাবুলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিষেক][আরও পড়ুন:স্ত্রীর ব্যাগ পরীক্ষা বিতর্ক! বাবুলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিষেক]

বিজেপি নীতি ও কৌশল মেনে প্রার্থী করে

বিজেপি নীতি ও কৌশল মেনে প্রার্থী করে

বিজেপির ব্যাখ্যা, তারা সর্বভারতীয় দল। তাদের শুধু ৪২ আসনের প্রার্থী নিয়ে ভাবলে হবে না। তাদের প্রার্থী বাছাই করতে হবে ৫৪৩ আসনে। আর বিজেপি একটি নীতি ও কৌশল মেনে চলে। সেই নীতি ও কৌশল মেনেই প্রার্থী ঘোষণা করা হচ্ছে। সেই কারণেই দেরি হচ্ছে। এলাকায় যে নেতার জনপ্রিয়তা বেশি, তিনিই অগ্রাধিকার পাচ্ছেন প্রার্থী বাছইয়ের ক্ষেত্রে। সমীক্ষার ফল মিলিয়ে এই প্রার্থীপদ দেওয়া হচ্ছে।

[আরও পড়ুন:বেঁকে বসেছেন বিজেপির মন্ত্রী! পছন্দের আসনে টিকিট না পাওয়ায় দলের নেতাদের আক্রমণ][আরও পড়ুন:বেঁকে বসেছেন বিজেপির মন্ত্রী! পছন্দের আসনে টিকিট না পাওয়ায় দলের নেতাদের আক্রমণ]

English summary
Graffiti shows BJP couldn’t find the candidate in West Bengal for Lok Sabha Election. Modi caught a cow to be candidate in Lok Sabha 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X