For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সর্বত্র ছড়িয়ে দিতে হবে লাল পতাকা! দলের কর্মীদের উজ্জীবিত করে পরামর্শ সিপিএম নেতা গৌতম দেবের

শারীরিক সমস্যায় বাড়ি থেকে বেরনো বন্ধ। সেই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় দলের কর্মী সমর্থকদের জন্য ভোকাল টনিক সিপিএম নেতা গৌতম দেবের। ২০২১-এর লক্ষ্যে তাঁর পরামর্শ সর্বত্র ভরিয়ে দিয়ে হবে লাল পতাকায়।

  • |
Google Oneindia Bengali News

শারীরিক সমস্যায় বাড়ি থেকে বেরনো বন্ধ। সেই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় দলের কর্মী সমর্থকদের জন্য ভোকাল টনিক সিপিএম নেতা গৌতম দেবের। ২০২১-এর লক্ষ্যে তাঁর পরামর্শ সর্বত্র ভরিয়ে দিয়ে হবে লাল পতাকায়। এলাকার সৎ শিক্ষক ও দোকানদারদের গুরুত্ব দেওয়ার কথাও বলেছেন তিনি।

 দলের কর্মীদের উজ্জীবিত করে পরামর্শ

দলের কর্মীদের উজ্জীবিত করে পরামর্শ

দীর্ঘদিন পরে দলের কর্মীদের উজ্জীবিত করলেন সিপিএম নেতৈ গৌতম দেব। তবে তা সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি বলেন, বুথ কমিটি মানেই এলাকার সিপিএম কর্মীরা নন। সেখানে এলাকার সৎ শিক্ষক এবং সৎ দোকানদারদের সুযোগ দিতে হবে। বামফ্রন্ট সরকারের সাফল্য প্রচারের ওপরও তিনি জোর দিয়েছেন। তাঁর পরামর্শ রাজনৈতিক পরিচয় না দেখে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

এলাকা ভরিয়ে দিতে হবে লাল পতাকায়

এলাকা ভরিয়ে দিতে হবে লাল পতাকায়

দলের কর্মীদের উদ্বুদ্ধ করতে গৌতম দেবের পরামর্শ এলাকা ভরিয়ে দিতে হবে লাল পতাকায়। বাড়ির ছাদ থেকে ল্যাম্পপোস্ট সর্বত্র ছড়িয়ে দিতে হবে পতাকা।

বুকের পাটা নিয়ে সিপিএম করার ডাক

বুকের পাটা নিয়ে সিপিএম করার ডাক

২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যের প্রকৃত বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে। কিন্তু এখনও খাতায় কলমে সিপিএমই বিরোধী দল। এই পরিস্থিতিতে বুকের পাটা নিয়ে সিপিএম করার ডাক দিয়েছেন তিনি।

স্নায়ু রোগে ঘরবন্দী গৌতম দেব

স্নায়ু রোগে ঘরবন্দী গৌতম দেব

স্নায়ু রোগের অসুস্থতার জেরে দীর্ঘদিন ধরেই ঘর বন্দি গৌতম দেব। তিনি নিজেই সেকথা তুলেছেন। বলেছেন, তাঁর শারীরিক সমস্যা আছে। অসুখটা সারে না।

English summary
Goutam Deb says, CPM flag should be on lamp post and roof of the house.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X