For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনার দাম আজ কোনদিকে, ২৮ জুলাই কলকাতায় দর একনজরে

সোনার দাম আজ কোনদিকে, ২৮ জুলাই কলকাতায় দর একনজরে

  • |
Google Oneindia Bengali News

হলুদ ধাতুর দাম বুধবার ফের একবার চাঙ্গা হতে শুরু করেছে। বিয়ের মরশুমে সোনার দামের গতি বেশ কয়েকদিন ধরেই সেভাবে বাড়তে পারেনি। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম বৃদ্ধি পেতে শুরু করলেও তা গত বছরের রেকর্ড দামের থেকে বেশি বাড়তে পারেনি। সেই জায়গা থেকে সোনার দাম আজ খানিকটা বেড়েছে। একনজরে দেখা যাক, সোনার দাম আজ কোনদিকে গিয়েছে।

 সোনার দাম ২৮ জুলাই

সোনার দাম ২৮ জুলাই

১০ গ্রামে সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ৪৭,৬৩৫ টাকা হয়েছে। ফলে ১০ গ্রামে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে অগাস্টের ফিউচারের দাম ৬২ টাকা বেড়েছে। তবে গত বছর ৫৬ হাজারের গণ্ডিতে যে সোনার দাম ছিল , সেই নিরিখে এদিনের দাম বেশ উর্ধ্বমুখী হয়েছে। বুধবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১,৮০০ মার্কিন ডলার দাম হয়েছে প্রতি আউন্সে। স্পট গোল্ড প্রতি আউন্সে ১,৭৯৮.৭৫ মার্কিন ডলার হয়েছে।

রুপোর দাম

রুপোর দাম

২৮ জুলাই রুপোর দাম ১ কেজিতে সেপ্টেম্বরের ফিউচারে ৬৬,২৯২ টাকা হয়েছে । শেষ সেশনে রুপোর দাম ৬৬,০৫৬ টাকা হয়েছে প্রতি কেজিতে। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে গোল্ড ফিউচার ০.১ শতাংশ পড়েছে।
ফলে এই সময় সোনা বিনিয়োগ করা যাবে কি না, তা নিয়ে রয়েছে জল্পনা।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

এদিন কলকাতায় ১০ গ্রামে ২৪ ক্যারেটে পাকা সোনার দাম ৪৮,৭০০ টাকা হয়েছে। গহনার সোনার দাম ২২ ক্যারেটে ১০ গ্রামে ৪৬,২০০ টাকা হয়েছে। হলমার্কের সোনার দাম ১০ গ্রামে ৪৬,৯০০ টাকা হয়েছে।

অন্যান্য শহরে সোনার দাম

অন্যান্য শহরে সোনার দাম

সোনার দাম চেন্নাইতে এদিন ২২ ক্যারেটে হয়েছে ৪৫,২১০ টাকা, ২৪ ক্যারেটে ৪৯,৩২০ টাকা হয়েছে। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৮৪০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৭,৮৪০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,২৫০ টাকা, ২৪ ক্যারেটে ৫১,২২০ টাকা।

(তথ্য সূত্র- গুড রিটার্নস)

English summary
Ajker Sonar Rate Kolkata, West e Bengal Koto: Check 28 th July 2021 hallmark gold price in Kolkata and other cities of West Bengal from Bengali Oneindia.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X