For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনা-রুপোর দাম বাড়ছে! ধনতেরাসের আগে কলকাতায় আজ কোথায় দাঁড়াল দর

সোনা-রুপোর দাম বাড়ছে! ধনতেরাসের আগে কলকাতায় আজ কোথায় দাঁড়াল দর

  • |
Google Oneindia Bengali News

বাড়ছে জ্বালানির মূল্য, বাড়তে শুরু করে দিল সোনা ও রুপোর দাম। উৎসবের মরশুমের শুরুর দিকে দুর্গাপুজোর আগে সোনার দামে কমতি দেখা গেলেও, কালীপুজো-দিওয়ালির আগে হু হু করে বাড়তে শুরু করে গিয়েছে সোনার দাম। শুধু সোনাই নয়, রুপোর দামও হু হু করে বেড়ে যেতে দেখা যাচ্ছে। এদিকে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম গত দুই মাসের মধ্যে এদিন সবচেয়ে বেশি বেড়েছে। ২০২১ সালের শুরু থেকেই সেভাবে সোনার দাম বেড়ে যেতে দেখা যায়নি। তবে সোনা ও রুপোর দাম এই উৎসবের মরশুমে হু হু করে বাড়তে আরম্ভ করেছে। একনজরে দেখে নেওয়া যাক সোনা ও রুপোর দাম এদিন কোথায় গিয়ে দাঁড়াল।

সোনার দাম

সোনার দাম

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ০.৪ শতাংশ বেড়েছে সোনার দাম। ফলে ১০ গ্রামে সোনার দাম হয়েছে ৪৭,৯৭৯ টাকা। ফলে শুক্রবার যে ০.৯ শতাংশের বৃদ্ধিতে সোনার উজ্জ্বলতা বেড়েছে তা আগামী ধনতেরাস পর্যন্তও থাকবে বলে মনে করা হচ্ছে। বিশ্ব বাডারে সোনার দাম আপাতত ৪৭,৯৭৯ টাকা প্রতি কেজি হিসাবে এগিয়ে গিয়েছে। এই দামের গতি দেখা গিয়েছে দুর্বল ডলারের দামের জন্য।

রুপোর দাম

রুপোর দাম

এদিকে, সোনার সঙ্গে সঙ্গে বেশ চমক দিতে শুরু করে দিয়েছে রুপোর দামও। রুপোর দামও ১ কেজিতে ০.৪ শতাংশ বেড়েছে এদিন। সোনা যেখানে রেকর্ড গড়ে গত দুই মাসের তুলনায় এদিন সবচেয়ে বেশি বেড়েছে, সেখানে রুপোর দরও নেই পিছিয়ে। রুপোর দাম ১ কেজিতে ৬৫,৮৯৮ টাকা হয়েছে। স্পট গোল্ডের দাম এজিন প্রতি আউন্সে হয়েছে ১,৭৯৮.৫১ মার্কিন ডলার প্রতি আউন্সে। এদিকে, স্পট গোল্ডের দাম আগের থেকে ০.৩ শতাংশ বেড়েছে।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

২২ ক্য়ারেটের সোনায় কলকাতায় ১ গ্রামে ৪,৭৪০ টাকা হয়েছে দাম। ৮ গ্রামে ৩৭,৯২০ টাকা হয়েছে, ১০ গ্রামে দাম দাঁড়িয়েছে ৪৭,৪০০ টাকা যা গতকালের থেকে ১০ গ্রামে ৩৯০ টাকা বেশি। ২৪ ক্যারেটের সোনার দরে ১ গ্রামে কলকাতায় সোনার দাম ৫,০১০ টাকা, ৮ গ্রামে দাম ৪০,০৮০ টাকা, ১০ গ্রামে ২৪ ক্যারেটে ৫০,১০০ টাকা হয়েছে সোনার দাম। ১০০ গ্রামে সোনার দাম ২৪ ক্যারেটে ৫,০১,০০০ টাকা হয়েছে সোনার দাম।

সোনার দাম অন্যান্য শহরে

সোনার দাম অন্যান্য শহরে

সোনার দাম চেন্নাইতে ২২ ক্যারেটে ৪৫,১৮০ টাকা হয়েছে, ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯,২৮০ টাকা হয়েছে। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৭৬০ টাকা হয়েছে, ২৪ ক্যারেটে হয়েছে সোনার দাম ৪৭,৭৬০ টাকা। দিল্লিতে সোনার দাম ৪৭,০০০ টাকা হয়েছে ২২ ক্যারেটে, ২৪ ক্যারেটে রাজধানীতে সোনার দাম ৫১,২৫০ টাকা।

(তথ্য সূত্র- গুড রিটার্নস )


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Gold Price of Kolkata and other cities in India on october 25, 2021 in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X