For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিবপুর টাকা উদ্ধার কাণ্ডে ধৃত পাণ্ডে ব্রাদার্স, ওড়িশা ও আহমেদাবাদ থেকে গ্রেফতার ৪

শিবপুর টাকা উদ্ধার কাণ্ডে ধৃত পাণ্ডে ব্রাদার্স, ওড়িশা ও আহমেদাবাদ থেকে গ্রেফতার ৪

Google Oneindia Bengali News

শিবপুর কাণ্ডে অবশেষে পুলিশের জালে পাণ্ডে ভাইয়েরা। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেফতার করেছে হাওড়ার শিবপুরের টাকা উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত পাণ্ডে ভাইদের। ওড়িশা এবং আহমেদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে শৈলেশ পাণ্ডে,অরবিন্দ পাণ্ডে এবং রোহিত পাণ্ডে সহ ১ জনকে। তাঁদের ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।

ওড়িশা ও আহমেদাবাদ থেকে গ্রেফতার ৪

অবশেষে পুলিশের জালে হাওড়ার শিবপুরে পাণ্ডে ব্রাসার্স। শৈলেশ পাণ্ডে, অরবিন্দ পাণ্ডে এবং রোহিত পাণ্ডেকে গ্রেফতার করেছে পুলিশ।ওড়িশা এবং গুজরাতের আহমেদাবাদ থেকে গ্রেফতার করা হয় তাঁদের। পাণ্ডে ভাইদের একর সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে।কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তাঁদের গ্রেফতার করে। তারা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সেকারণে লালবাজার পাণ্ডে ভাইদের নামে লুক আউট নোটিস জারি করেছিল।

সূত্রের খবর পুলিশ হাওড়ায় তাদের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করার খবর পেয়েই গাঢাকা দিয়েছিল তারা। ওড়িশা এবং গুজরাতে পালিয়ে গিয়েছিল তারা। দু'জনকে গুজরাতের আহমেদাবাদ থেকে এবং বাকিদের রাউরকেল্লা থেকে গ্রেফতার করা হয়। হাওড়ার শিবপুর এবং মন্দিরতলায় পাণ্ডে ব্রাদার্সদের বাড়ি থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করে পুলিশ। ব্যাঙ্কের কাছ থেকে অভিযোগ পেয়েই তল্লাশি শুরু করে তারা।

লালবাজারের তদন্তকারীরা ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫৭ কোটি টাকা লেনদেনের হদিশ পেয়েছে পুলিশ। অনলাইন এই টোপ দিয়েই এই বিপুল অঙ্কের টাকা তারা হাতিয়েছিল বলে অনুমান পুলিশের।

অনলাইনে প্রায় ১০০ কোটি টাকার বেশি লেনদেন করে প্রতারণা করেছে পাণ্ডে ব্রাদার্স।হাওড়ার শিবপুরের একটি আবাসনের ফ্ল্যাট ও গাড়ি থেকে নগদ আট কোটি টাকা উদ্ধার করেছিল পুলিশ। খাটের ভেতরে টাকার বান্ডিল রাখা ছিল।গাড়ির মধ্যেও তাড়াতাড়া নোট রাখা হয়েছিল।তার আগে হাওড়ার মন্দিরতলার ফ্ল‌্যাটের তালা ভেঙে তিনটি ঘরে থাকা বক্স খাটের ভিতর রাখা ব‌্যাগ থেকে পুলিশ উদ্ধার করে ৫ কোটি ৯৫ লাখ টাকা। ঘটনায় অভিযুক্ত শৈলেশ পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলে জানতে পেরেছে পুলিশ। তার পরেই শুরু হয় তদন্ত।

পশ্চিমবঙ্গ, না কি, হিটলারের জার্মানি? টেট আন্দোলনকারীদের উপরে পুলিশি অভিযানের নিন্দায় শুভেন্দুপশ্চিমবঙ্গ, না কি, হিটলারের জার্মানি? টেট আন্দোলনকারীদের উপরে পুলিশি অভিযানের নিন্দায় শুভেন্দু

English summary
Pandey brothers arrested
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X