For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাস্তে-হাতুড়ি সরিয়ে রাখল ফরওয়ার্ড ব্লক, ফ্ল্যাগ বদলে নতুন পথের দিশারি বাম শরিক

ফরওয়ার্ড ব্লক কি একলা চলার কথা ভাবছে? তা না হলে দলীয় পতাকা থেকে সরিয়ে দেওয়া হল কেন কাস্তে-হাতুড়ি? ফের প্রশ্নটা উঠে পড়ল রাজনৈতিক মহলে। বাম-শরিকের ফরওয়ার্ড ব্লকের ফ্ল্যাগে আর থাকছে না কাস্তে-হাতুড়ি।

Google Oneindia Bengali News

ফরওয়ার্ড ব্লক কি একলা চলার কথা ভাবছে? তা না হলে দলীয় পতাকা থেকে সরিয়ে দেওয়া হল কেন কাস্তে-হাতুড়ি? ফের প্রশ্নটা উঠে পড়ল রাজনৈতিক মহলে। বাম-শরিকের ফরওয়ার্ড ব্লকের ফ্ল্যাগে আর থাকছে না কাস্তে-হাতুড়ি। এবার লাল পতাকায় থাকবে শুধু বাঘের ছবি। নেতাজি সুভাষচন্দ্রের দলের এই পরিবর্তন নিয়েই জল্পনা শুরু হয়েছে।

কাস্তে-হাতুড়ি সরিয়ে রাখল ফরওয়ার্ড ব্লক, ফ্ল্যাগ বদলে জল্পনা

ফরওয়ার্ড ব্লকের রাজ্য সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায় এই নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাঁর এই নতুন সিদ্ধান্তের সঙ্গে পুরনো দাবি মিশিয়ে অন্য সমীকরণের গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল। একুশের নির্বাচনের পর ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক গর্জে উঠেছিলেন সংযুক্ত মোর্চা ও কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে। তিনি সোজাসাপ্টা জানিয়েছিলেন সিপিএম যদি সংযুক্ত মোর্চা বা কংগ্রেসকে নিয়ে চলতে চায়, তাঁরা থাকবেন না বামফ্রন্টে।

তারপর বামফ্রন্টের বৈঠকে নরেন চট্টোপাধ্যায়কে নিবৃত্ত করে চেয়ারম্যান বিমান বসু। ফরওয়ার্ড ব্লক সিপিএমের সঙ্গেই বামফ্রন্টে থাকার কথা জানায়। কিন্তু হালে ফরওয়ার্ড ব্লকের ফ্ল্যাগ থেকে কাস্তে-হাতুড়ি সরানোর পর ফরে জল্পনার বাতাবরণ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তবে কি এবার ফরওয়ার্ড ব্লক একলা চলার কথা ভাবছে ফের।

ফরওয়ার্ড ব্লকের কাস্তে-হাতুড়ি ত্যাগের পিছনে কী সমীকরণ রয়েছে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীচির অন্দরমহলে। শনিবার ভুবনেশ্বরে দুদিনের জাতীয় কাউন্সিলের বৈঠক শেষে ফ্ল্যাগ থেকে কাস্তে-হাতুড়ি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থার ফরওয়ার্ড ব্লকের ফ্ল্যাগে এখন থেকে থাকবে শুধু বাঘের ছবি। তবে লাল পতাকাই থাকছে ফরওয়ার্ড ব্লকের।

ফরওয়ার্ড ব্লকের অন্দরে দীর্ঘদিন ধরেই সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন নিয়ে চর্চা চলছিল। এবার ভুবনেশ্বরে জাতীয় কাউন্সিলের বৈঠকে তা মান্যতা পেল। কিন্তু বামফ্রন্টের বড় শরিক সিপিএমের প্রতীক কাস্তে-হাতুড়ি নিজেদের ফ্ল্যাগ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের পর রাজনৈতিক সমীকরণ নিয়ে প্রশ্ন উঠে পড়েছে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, একটা দলের পতাকায় কেন অন্য দলের প্রতীকের ছবি থাকবে। সেদিক দিয়ে একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে ফরওয়ার্ড ব্লক। এই সিদ্ধান্তের সঙ্গে তাঁদের ফ্রন্ট থাকা বা না থাকার কোনও সম্পর্ক নেই। প্রতিটি রাজনৈতিক দলেরই নিজস্ব প্রতীক থাকে। সেই প্রতীক নিয়েই তৈরি হয় রাজনৈতিক পতাকা। সেখানে অন্য দলের প্রতীক থাকার কোনও অর্থ হয় না।

তবে তার পাশাপাশি এই কাস্তে-হাতুড়ির অপসারণে একাংশের মতে বাম শরিক থেকে সরে যাওয়ার সম্ভাবনাও যে একেবারে ফেলে দেওয়া যায়, তা নয়। তবে ফরওয়ার্ড ব্লক সাফ জানিয়ে দিয়েছে, এখনই বামসঙ্গ ত্যাগের কোনও সম্ভাবনা নেই। আমরা দলের ফ্ল্যাগ নিয়ে বহুদিন ধরেই পর্যালোচনা করছিলাম, এখন আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি।

পাঁচ দশকাবধি ফরওয়ার্ড ব্লকের পতাকায় কাস্তে হাতুড়ি ছিল। তা এতদিন পর সরে গেল। ফরওয়ার্ড ব্লক স্বতন্ত্র হল। একইসঙ্গে ফরওয়ার্ড ব্লক একটা বার্তা দিয়ে রাখল বড় শরিক সিপিএমকে। তারা যে দাবি জানিয়েছিলেন সংযুক্ত মোর্চা বা অন্য কোনও জোট প্রসঙ্গে, তার অন্যথা হলে ফরওয়ার্ড ব্লক অন্য রাস্তা নিতে পারে।

English summary
Forward Block decides to remove CPM’s symbol from flag of party after 50 years.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X