For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলকে ঝটকা দিয়ে বিজেপি ছাড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক, ঘরে ফিরেই বিস্ফোরক তোপ

আগে তৃণমূলের প্রাক্তন বিধায়ককে নোয়াপাড়ায় প্রার্থী করে মুখ পুড়িয়েছিল বিজেপি। এবার মুকুল অনুগামী বলে পরিচিত প্রাক্তন বিধায়ক রাধাকান্ত মাইতি ঘরে ফিরলেন।

Google Oneindia Bengali News

তৃণমূল থেকে ছিনিয়ে এনেও নেতাদের দলে ধরে রাখতে ব্যর্থ হচ্ছে বিজেপি। বারে বারে ধাক্কা খেয়ে দলে মুখ পুড়ছে মুকুল রায়ের। মঞ্জু বসুর পর আরও এক প্রাক্তন বিধায়ক মুকুল রায়কে দিলেন চরম আঘাত। মুকুল শিবির ছেড়ে বিজেপি ছেড়ে পশ্চিম মেদিনীপুরের ডেবরার প্রাক্তন বিধায়ক রাধাকান্ত মাইতি যোগ দিলেন তৃণমূলে।

মুকুলকে ঝটকা দিয়ে বিজেপি ছাড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক, ঘরে ফিরেই বিস্ফোরক তোপtrinamool congress, mukul roy, bjp, west midnapur, west bengal, তৃণমূল কংগ্রেস, মুকুল রায়, বিজেপি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ

[আরও পড়ুন:কংগ্রেস ছেড়ে তৃণমূলে চললেন বিধায়ক! শুভেন্দুর হানায় নিজ-গড়ে আরও 'দুর্বল' অধীর ][আরও পড়ুন:কংগ্রেস ছেড়ে তৃণমূলে চললেন বিধায়ক! শুভেন্দুর হানায় নিজ-গড়ে আরও 'দুর্বল' অধীর ]

এর আগে তৃণমূলের প্রাক্তন বিধায়ককে নোয়াপাড়ায় প্রার্থী করে মুখ পুড়িয়েছিল বিজেপি। মুকুল রায়ের কথা শুনে সেবার একেবারে ল্যাজেগোবরে হতে হয় গেরুয়া শিবিরকে। এবার মুকুল অনুগামী বলে পরিচিত প্রাক্তন বিধায়ক রাধাকান্ত মাইতি ঘরে ফিরলেন। ভুল স্বীকার করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ফের প্রবেশ করলেন।

রাধাকান্ত মাইতি মুকুল রায়ের অনুগামী হিসেবে বরাবর পরিচিত ছিলেন। ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত ছিলেন তৃণমূলের বিধায়ক। তারপর ২০১৬-য় তাঁকে প্রার্থী করা হয়নি। সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে মুকুল রায়ের গুরুত্ব হারানোই সেজন্য দায়ী বলে রাজনৈতিক মহলে প্রচার ছিল। এরপর মুকুল রায় দলবদল করে বিজেপিতে যোগ দেন। রাধাকান্তবাবুও তাঁর পদাঙ্ক অনুসরণ করে যোগ দেন বিজেপিতে। কিন্তু তিনমাসের মধ্যেই তাঁর মোহভঙ্গ হল বিজেপিতে।

সেই কারণেই বিজেপি ছেড়ে তিনি ঘরে ফেরার সিদ্ধান্ত নেন। তৃণমূলের কাছে ভুল স্বীকার করে তিনি ফের তৃণমূল কংগ্রেসে নাম লেখান। পঞ্চায়েতের আগে এই দলবদল বিজেপি ও মুকুল রায়ের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। তিনি তৃণমূলে ফিরে যে বিস্ফোরক কথা জানিয়েছেন, এরপর যে কেউই তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতে ভয় পাবেন। মুকুলের অনুগামীরা বিজেপিতে যাওয়ার আগে দুবার ভাববেন।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে রাধাকান্ত মাইতি বলেন, 'যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, তাঁদের সন্দেহের চোখে দেখা হচ্ছে। তাঁদের কাজের কোনও সুযোগই দেওয়া হচ্ছে না। এই অবস্থায় বিজেপিতে গিয়ে বেকার হয়ে পড়ছেন তৃণমূলত্যাগীরা। সেখানে কাজের সুযোগ কম। মানুষের জন্য কোনও কাজের সুযোগ নেই বললেই চলে।' তাই মানুষের পাশে থাকতে, মানুষের জন্য কাজ করতে তিনি তৃণমূলে ফেরেন বলে জানান।

তিনি সটান বিধানসভায় হাজির হয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তারপর তৃণমূলের ফেরার আর্জি জানান। নিজে এসে ভুল স্বীকার করায় রাধাকান্ত মাইতিকে দলে ফিরিয়ে নেওয়া হয়। এর ফলে জোর ধাক্কা খেল মুকুল রায়ের তৃণমূল ভাঙানোর পরিকল্পনা। উল্লেখ্য, বিজেপিতে গিয়ে এখনও কোনও পদ না পেলেও পঞ্চায়েত কমিটির আহ্বায়ক করা হয়েছে তাঁকে। তাঁর পঞ্চায়েক পরিকল্পনাও রাধাকান্ত মাইতির বিজেপি ত্যাগে বাধাপ্রাপ্ত হল।

[আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের 'সাধু' উদ্যোগ, ডেন্টাল কলেজ-হাসপাতালে নয়া পরিষেবায় খুশির হাওয়া][আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের 'সাধু' উদ্যোগ, ডেন্টাল কলেজ-হাসপাতালে নয়া পরিষেবায় খুশির হাওয়া]

English summary
Former MLA of Debra of west midnapur Radhakanta Maity joins TMC leaving BJP. He joined in BJP after Mukul Roy’s party change. Now he returns in home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X