For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার কাছেই দাঁতাল! ছোড়া হল ঘুমপাড়ানি গুলি

কলকাতা থেকে মাত্র ৩৫ কিমি দূরে পশ্চিম মেদিনীপুরের দুই দাঁতাল। মঙ্গলবার সারাদিন হাতির দাপাদাপি, আর বনকর্মীদের দৌড়াদৌড়ির পর সন্ধের পর ঘুমপাড়ানি গুলি দিয়ে তাদের বাগে আনতে সক্ষম হন বনকর্মীরা।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা থেকে মাত্র ৩৫ কিমি দূরে পশ্চিম মেদিনীপুরের দুই দাঁতাল। মঙ্গলবার সারাদিন হাতির দাপাদাপি, আর বনকর্মীদের দৌড়াদৌড়ির পর সন্ধের পর ঘুমপাড়ানি গুলি দিয়ে তাদের বাগে আনতে সক্ষম হন বনকর্মীরা। রবিবার রাতে মুণ্ডেশ্বরী ও রূপনারায়ণ পার হয়ে আমতায় ঢুকে পড়েছিল দুই দাঁতাল।

কলকাতার কাছেই দাঁতাল! ছোড়া হল ঘুমপাড়ানি গুলি

মঙ্গলবার সন্ধে সাতটা। রানিহাটি-আমতা সড়কের পাশে পূর্ব ইসলামপুর কোলেপাড়ায় তৎপরতা। দুটি হাতিকে ঘুম পাড়ানি গুলি দিযে বাগে আনেন বন দফতরের কর্মীরা। কিন্তু রাস্তা সরু হওয়ায় ক্রেন ঢুকতে পারেনি। সেইজন্য হাতিদেরও লরিতে তোলা যায়নি। সারা রাত হাতিদের ঘিরে পাহাড়া দেন বন দফতরের কর্মীরা।

রবিবার রাতে আসা হাতিগুলিকে সোমবার নদী পার করে হুগলির দিকে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, পরে বনদফতরের আধিকারিকরা সিদ্ধান্ত নেন হাতিগুলিকে ঘুম পাড়ানো গুলি দিয়ে বন্দি করে পুরুলিয়ায় ছেড়ে দেওয়া হবে। মঙ্গলবার সল্টলেক এবং পশ্চিম মেদিনীপুর থেকে বন দফতরের আধিকারিকরা যান দারোগা চকে। প্রবল ভিড় সামাল দিতে পঞ্চায়েতের তরফ থেকে বারবার জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। সন্ধের পর পূর্ব ইসলামপুরের কলাবাগানে আশ্রয় নেওয়া দাঁতাল দুটিকে কাবু করতে ঘুম পাড়ানি গুলি ছোড়া হয়।

English summary
Forest officials shoots two elephants with sleeping durt in Howrah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X