For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ ২৪ পরগনার ভোটযুদ্ধে আব্বাস সিদ্দিকির 'আইএসএফ ফ্যাক্টর' কত বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে বিরোধীদের

দক্ষিণ ২৪ পরগনার ভোটের লড়াইতে আব্বাস সিদ্দিকির 'আইএসএফ ফ্যাক্টর' কত বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে ভোট আঙিনায়

  • |
Google Oneindia Bengali News

প্রশান্ত কিশোরের মতে গত ৩০ থেকে ৩৫ বছরে বাংলার রাজনীতির ইতিহাসে যা দেখা যায়নি সেটাই দেখছে ২০২১ বিধানসভা নির্বাচনের বাংলা। আর এই নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনা বহু রাজনৈতিক অঙ্ককে পাল্টে দিতে পারে বলে মনে করা হচ্ছে। এই এলাকায় এবার নতুন রাজনৈতিক ফ্যাক্টর আব্বাস সিদ্দিকির আইএসএফ। মুসলিম ভোটব্যাঙ্ককে সামনে রেখে ২৪ পরগনার বুকে আব্বাস ফ্যাক্টর কতটা বড় চ্যালেঞ্জ বাকি দলগুলির জন্য তা দেখে নেওয়া যাক।

নজরে ভাঙড়

নজরে ভাঙড়

প্রসঙ্গত, ভাঙজ়ে এবারে বহু রাজনৈতিক বিশেষজ্ঞের নজর কাড়ছেন আব্বাস সিদ্দিকির ভাই নৌসাদ। ভাঙড়ের ৭০ শতাংশ মুসলিম ভোটব্যাঙ্ককে কেন্দ্র করে এই ভাঙড় তৃণমূল ও আইএসএফএর মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে মনে করা হচ্ছে। সংযুক্ত মোর্চা দক্ষিণ ২৪ পরগনার এলাকায় ভাঙড়, মন্দিরবাজার, কুলপি আইএসএফকে দিয়েছে। সেখানে তৃণমূলের জোরদার মুসলিম ভোটব্যাঙ্কে আব্বাসরা কতটা থাবা বসাতে পারেন বা আদৌ পারেন কি না, তা নিয়ে জল্পনা যেমন তুঙ্গে, তেমনই এই ফ্যাক্টরই দক্ষিণ ২৪ পরগনায় বহু অঙ্ক নির্ধারিত করবে।

সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ও আইএসএফ

সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ও আইএসএফ

দক্ষিণ ২৪ পরগনায় প্রায় ৩৬ শতাংশ সংখ্যালঘু বসতি। এই ভোটব্যাঙ্ক বহু প্রার্থী ভাগ্য নির্ধারণে একটি বড় ভূমিকা পালন করতে পারে বলে মত অনেকের। বিশেষত, ভাঙড়, বারুইপুর, কুলপি , মহেশতলা মগরাহাট এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ এলাকা।

নজরে আম্ফান পর্ব

নজরে আম্ফান পর্ব

প্রসঙ্গত, আম্ফানের সময় দক্ষিণ ২৪ পরগনার বহু জায়গায় বামেদের সাহায্যের উদ্যোগকেও এবার হাতিয়ার হিসাবে পাশে পেয়েছেন নৌসাদরা। এছাড়াও তৃণমূলের বিরুদ্ধে আম্ফান দুর্নীতি এক্ষত্রে বড় ফ্যাক্টর। সেই অস্ত্রকে প্রচারে কাজে লাগিয়ে বিজেপি, তৃণমূলের বিরুদ্ধে ' ফলায়' শান দিচ্ছে আইএসএফ। বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের মতে তাঁর কেরিয়ারে এমন ভোট গত ৬০ বছরে তিনি দেখেননি। এদিকে, মেরুকরণের দিকে ক্রমাগত বাংলার ভোট পর্ব বিভিন্ন দফার সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকেও দক্ষিণ ২৪ পরগনায় আব্বাস ফ্যাক্টর তাৎপর্যবাহী।

আব্বাসকে সঙ্গে নিয়ে সংযুক্ত মোর্চা ২৪ পরগনায় কি অ্যাডভান্টেজে?

আব্বাসকে সঙ্গে নিয়ে সংযুক্ত মোর্চা ২৪ পরগনায় কি অ্যাডভান্টেজে?

একদিকে আম্ফানের সময় গোটা দক্ষিণ ২৪ পরগনার নানান এলাকায় কান্তি গঙ্গোপাধ্যায়ের অক্লান্ত ত্রাণের উদ্যোগ অন্যদিকে, মুসলিম ভোটব্যাঙ্কের দৌলতে আব্বাসরা মুঠো শক্ত করছে ভাঙড়ের মতো জায়গায়। সেই প্রেক্ষাপট থেকে জল্পনা-কৌতূহল জাগছে, যে তাহলে কি আব্বাসদের সঙ্গে নিয়ে বামেরা এবার পোক্ত অবস্থানে রয়েছে? উত্তর ২ রা মে-র জন্য তোলা রয়েছে।

বাংলায় ৯০ শতাংশ ভোট বিজেপিই পাবে, বাবুলের রোড শো থেকে ইঙ্গিতপূর্ণ বার্তা বাংলায় ৯০ শতাংশ ভোট বিজেপিই পাবে, বাবুলের রোড শো থেকে ইঙ্গিতপূর্ণ বার্তা

English summary
For West Bengal Assembly election 3 rd phase , How Abbas Siddiqui's ISF is playing important role
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X