For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও সঙ্কটজনক মুকুল-পত্নী! ফুসফুস প্রতিস্থাপন করতে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে চেন্নাই

আরও সঙ্কটজনক মুকুল-পত্নী! ফুসফুস প্রতিস্থাপন করতে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে চেন্নাই

  • |
Google Oneindia Bengali News

বেশ কয়েকদিন ধরেই সঙ্কটজনক পরিস্থিতিতে রয়েছে মুকুল-পত্নী। ব্রেন ডেথ হয়েছে বলেও শোনা যায়। বাইপাসের ধারে দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন রয়েছেন কৃষ্ণাদেবী। গত কয়েক সপ্তাহ ধরে ক্রমশ বদলাতে থাকে পরিস্থিতি। শোনা যাচ্ছে, বর্তমান অবস্থা খুবই সঙ্কটজন। এই অবস্থায় এয়ার-এ্যাম্বুলেন্সে চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে কৃষ্ণাদেবীকে। আজ বুধবারই জরুরি ভিত্তিতে চেন্নাই-এর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হতে পারে বলে জানা যাচ্ছে। দেশের অন্যতম নামি চিকিৎসক বালকৃষ্ণনের নেতৃত্বে ভর্তি করা হবে কৃষ্ণাদেবীকে।

করোনা আক্রান্ত হয়েছিলেন

করোনা আক্রান্ত হয়েছিলেন

গত এক মাস আগে করোনা আক্রান্ত হয়েছিলেন মুকুল রায়। এরপরেই কৃষ্ণাদেবীর আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। মুকুল রায় সুস্থ হয়ে উঠলেও ক্রমশ তাঁর স্ত্রীয়ের অবস্থা সঙ্কটজনক হয়ে ওঠে। অবনতি হতে থাকে পরিস্থিতি। কোভিডকে কৃষ্ণাদেবীকে জয় করলেও ভয়ঙ্করভাবে ফুসফুস ক্ষতি হয়েছে তাঁর। গত কয়েকদিন ধরে একমো সাপোর্টে রাখা হয়েছিল মুকুল জায়াকে। কিন্তু তাতেও অবস্থার উন্নতি হয়নি। এই অস্থায় ফুসফুস প্রতিস্থাপনের পরামর্শ দেন ডাক্তাররা। কিন্তু ফুসফুস পাওয়াটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় রায় পরিবারের কাছে।

কলকাতার হাসপাতালে পরিকাঠামো নেই

কলকাতার হাসপাতালে পরিকাঠামো নেই

একদিকে ফুসফুস পাওয়াটা চ্যালেঞ্জ। তেমনই কলকাতার হাসপাতাল থেকে উড়িয়ে নিয়ে যাওয়াটাও যথেষ্ট বিপদের। এই অবস্থায় কলকাতার কোনও হাসপাতালে ফুসফুস প্রতিস্থাপনের চেষ্টা করা হয়। কিন্তু সেই পরিকাঠামো কোনও হাসপাতালেই নেই। এই অবস্থায় রিস্ক নিচ্ছে রায় পরিবার। এয়ার এ্যাম্বুলেন্সে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে কৃষ্ণাদেবীকে।

দেখতে ছুটে গিয়েছিলেন অভিষেক

দেখতে ছুটে গিয়েছিলেন অভিষেক

দীর্ঘ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন কৃষ্ণাদেবী। অবস্থার শুনেই হাসপাতালে দেখতে ছোটেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে শুভ্রাংশু রায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও হয়। অভিষেক বেরিয়ে আসতেই হাসপাতালে পৌঁছন দিলীপ ঘোষ। যা নিয়ে কম রাজনৈতিক জলঘোলা হয়নি। অনেকে বলেন, এই হাসপাতাল থেকেই নয়া সমীকরণের জন্ম হয়। রাজ্য-রাজনীতিতে নয়া পালাবদল ঘটে। কিন্তু শেষ চেষ্টা করতে মুকুল রায়কে ফোন করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খোঁজ নেন মুকুল-পত্নীর। কিন্তু আটকানো যায়নি। তৃণমূলে যোগ দিয়েছেণ।

অসুস্থ অভিষেকের মা

অসুস্থ অভিষেকের মা

অন্যদিকে অসুস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা। তাঁর বেশ কিছু বার্ধক্যজনিত সমস্যা রয়েছে। এর সঙ্গেই হাঁটুতে যন্ত্রণা। আর টা বাড়তে থাকাতে তড়িঘড়ি এসএসকেএমে ভর্তি করা হয়েছে লতাদেবীকে। জানা গিয়েছে, ইতিমধ্যে লতাদেবীর চিকিৎসায় মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। সমস্ত পরীক্ষা করা হচ্ছে। মেডিসিন বিশেষজ্ঞ রাকেশ প্রামাণিকের নেতৃত্বে চিকিৎসা চলছে। অন্যদিকে মায়ের অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে ছুটে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বেশ কয়েকটি মিটিং ছিল অভিষেকের। আর তা শেষ করেই মায়ের কাছে ছুটে যান বন্দ্যোপাধ্যায় পরিবারের এই সদস্য। বেশ কিছুক্ষণ মায়ের সঙ্গে সময় কাটান অভিষেক। কথা বলে মায়ের পাশে থাকার বার্তা দেন তিনি।

বৈশাখীর নামে উইল করতেই শোভনকে উচ্ছেদের নোটিস রত্নার ভাইয়েরবৈশাখীর নামে উইল করতেই শোভনকে উচ্ছেদের নোটিস রত্নার ভাইয়ের

English summary
for lung transplant mukul roys wife is being taken to chennai hospital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X