For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিকনিক করতে গিয়ে দুর্ঘটনা, ৫ যুবকের নির্মম পরিণতিতে শোকস্তব্ধ আসানসোল

পিকনিক করতে গিয়ে দামোদরে তলিয়ে যাওয়া ৫ যুবকের দেহ উদ্ধার করা হল সোমবার সকালে। রবিবার তলিয়ে গিয়েছিলেন ওই পাঁচজন। সোমবার ডুবুরিরা ঘটনাস্থলের খুব কাছ থেকে দেহগুলি উদ্ধার করেন।

  • |
Google Oneindia Bengali News

পিকনিক করতে গিয়ে দামোদরে তলিয়ে যাওয়া ৫ যুবকের দেহ উদ্ধার করা হল সোমবার সকালে। রবিবার তলিয়ে গিয়েছিলেন ওই পাঁচজন। সোমবার ডুবুরিরা ঘটনাস্থলের খুব কাছ থেকে দেহগুলি উদ্ধার করেন।

পিকনিক করতে গিয়ে দুর্ঘটনা, ৫ যুবকের নির্মম পরিণতিতে শোকস্তব্ধ আসানসোল

বছর শেষের আনন্দ উপভোগ করা হল না আসানসোলের ৫ যুবকের। তাঁরা হলেন, দেবব্রত রায়, প্রতীক নন্দী, সিন্ধু কাজি, রাহুল দেবনাথ ও পরিচয় চট্টোপাধ্যায়ের। রবিবার সকালে দামোদর নদের ধারে হীরাপুর থানার অন্তর্গত সূর্যনগর পাম্প হাউস এলাকায় পিকনিক করতে গিয়েছিল আসানসোল শ্রীপল্লী এলাকার ১২ জনের একটি দল।

বিকেলের দিকে এই দলের ৬ জন দামোদরের জলে স্নান করতে নামেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘাট থেকে কিছু যাওয়ার পরেই আচমকাই একসঙ্গে তলিয়ে যান ৬ জন। পাড়ে থাকা বন্ধুরা সৌভিক বসু নামে একজনকে উদ্ধার করেন। খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। কিন্তু দেবব্রত রায়, প্রতীক নন্দী, সিন্ধু কাজি, রাহুল দেবনাথ ও পরিচয় চট্টোপাধ্যায়ের কোনও খোঁজ পাওয়া যায়নি রবিবার।

পিকনিক করতে গিয়ে দুর্ঘটনা, ৫ যুবকের নির্মম পরিণতিতে শোকস্তব্ধ আসানসোল

সোমবার সকালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। এখনই একএক করে পাঁচজনের দেহ উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকা থেকে আগে অনিয়ন্ত্রিতভাবে বালি কাটার কাজ চলত। ফলে পাড়ের কাছে গভীর গর্ত তৈরি হয়েছিল। সেখানেই তলিয়ে যায় ৫ বন্ধু।

পাড়ার ৫ যুবকের মৃত্যুর ঘটনায় আসানসোলের শ্রীপল্লী এলাকায় শোকের ছায়া।

English summary
Five bodies recovered from Damodar River in Asansol. They were drowned yesterday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X