For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আংশিক লকডাউনের প্রথম দিনে কেমন কলকাতা? সাত সকলে কতটা ভিড় হল বাজারগুলিতে

আংশিক লকডাউনের প্রথম দিনে কেমন কলকাতা? সাত সকলে কতটা ভিড় হল বাজারগুলিতে

Google Oneindia Bengali News

শুক্রবার সন্ধ্যে থেকেই রাজ্যে জারি হয়েছে আংশিক লকডাউন। দোকান বাজার খোলা রাখার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আজ সকাল থেকেই তাই ভিন্ন ছবি রাজ্যে। শহর কলকাতার একাধিক বাজার নির্ধারিত সময় মেনে খোলা হলেও তেমন ভিঁড় লক্ষ্য করা যায়নি। শহরের বড় সবজি বাজার মানিকতলা, গড়িয়াহাট বাজার মোটের উপরে ফাঁকাই রয়েছে আজ।

আংশিক লকডাউন

আংশিক লকডাউন

গতকাল সন্ধ্যে থেকেই রাজ্যে জারি হয়েছে আংশিক লকডাউন। করোনা সংক্রমণ রুখতে একাধিক ক্ষেত্রে বিধিনিষেঘ আরোপ করা হয়েছে। করোনা নিয়ে বিকেলে জরুরি বৈঠকের পর নবান্নের তরফে আংশিক লকডাউনের বিজ্ঞপ্তি জারি করা হয়। তারপরেই সব এলাকায় মাইকে করে প্রচার করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লকডাউনের নির্দেশিকা প্রচার করা হয়েছে।

বাজার খোলায় সময়সীমা

বাজার খোলায় সময়সীমা

আংশিক লকডাউনের নিয়ম অনুযায়ী সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে বাজার। সকাল থেকে শহরের সব বড় বাজারগুলিই খুলে গিয়েছে। মানিকতলা বাজার, গড়িয়াহাট বাজার, দমদম বাজার, লেকটাউন বাজার, রাসবিহারী বাজার, কসবা বাজার খুলেছে। কিন্তু তেমন ভিড় দেখা যাচ্ছে না। উল্টে আগের েথকে কম ভিড় রয়েছে বাজারে। সকাল ১০টার পর আবার দুপুর ৩টেয় খুলবে বাজার। খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত। তবে লকডাউনের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে মুদির দোকান আর ওষুধের দোকান

 বন্ধ কোনগুলি

বন্ধ কোনগুলি

বাজার খুললেও একাধিক জিনিসে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আজ থেকেই বন্ধ রাজ্যের সব শপিংমল, সিনেমা হল, বিউটি পার্লার, স্পা, জিম, সুইমিংপুল। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এগুলি। নির্দেশিকায় জানানো হয়েছে পরবর্তী নির্দেশ না জারি করা পর্যন্ত সব বন্ধ থাকবে। করোনা সংক্রমণ রুখতেইএই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।

বাতিল একাদশ শ্রেণির পরীক্ষা

বাতিল একাদশ শ্রেণির পরীক্ষা

একাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করে দিয়েছে মধ্য শিক্ষা সংসদ। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনও বাতিল করা হয়নি। নিজ নিজ স্কুলেই হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা বিজ্ঞপ্তি দিয়ে সেকথাই জানানো হয়েছে। মাধ্যমিক পরীক্ষা বাতিলের কোনও সিদ্ধান্ত এখনও জারি করা হয়নি। তবে করোনা সংক্রমণের কারণে আগেই ছুটি দেওয়া হয়েছে রাজ্যের সব সরকারি স্কুলে।

English summary
First Day of Corona partial lockdown in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X