For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির বিষদাঁত ভাঙতে এবার আসরে তৃণমূল, শোভনের পর ফিরহাদের নামেও পোস্টার

শোভন চট্টোপাধ্যায়ের পোস্টারে ছয়লাপ হয়েছিল দক্ষিণ কলকাতা। বিজেপির প্রতীকের নিচে শোভনের ছবি দিয়ে তাঁকে ফিরে আসার আহ্বান জানানো হয়েছিল। এবার বিপরীত চিত্র উত্তর কলকাতায়।

Google Oneindia Bengali News

শোভন চট্টোপাধ্যায়ের পোস্টারে ছয়লাপ হয়েছিল দক্ষিণ কলকাতা। বিজেপির প্রতীকের নিচে শোভনের ছবি দিয়ে তাঁকে ফিরে আসার আহ্বান জানানো হয়েছিল। এবার বিপরীত চিত্র উত্তর কলকাতায়। শোভনের পাল্টা ফিরহাদ হাকিমের ছবি দিয়ে এবার পোস্টার- 'ববিদাকে আবার চাই'। পুরসভা ভোটের আগে জমজমাট পোস্টার বিতর্ক শুরু হয়েছে কলকাতায়।

কলকাতা পুরসভায় বিজেপির অবস্থান

কলকাতা পুরসভায় বিজেপির অবস্থান

শোভন চট্টোপাধ্যায়ের নামে ওই পোস্টারের পর তাঁকে বিজেপির মুখ হিসেবে তুলে ধরার বার্তা বলে মনে করেছিল রাজনৈতিক মহলের একাংশ। কিন্তু বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্পষ্ট করে দিয়েছিলেন, কলকাতা পুরসভায় কাউকে তাঁদের মুখ করা হচ্ছে না। ভোটের ফল প্রকাশের পর ঠিক করা হবে- কে হবেন মেয়র পদপ্রার্থী।

শোভনদা সক্রিয় হলে

শোভনদা সক্রিয় হলে

তবে দিলীপ ঘোষ খোঁচা দিতে ছাড়েননি শোভন চট্টোপাধ্যায়ের ওই পোস্টার প্রসঙ্গে। তিনি বলেন, শোভনদা সক্রিয় হলে তো ভালোই হত। তবে আমার মনে হয়, ওই পোস্টার দেখেই ভয় পেয়ে গিয়েছেন পিরহাদ হাকিম। আর শোভনদা সক্রিয় হলে তো আরও ভয় পেতেন।

ফিরহাদের পোস্টার

ফিরহাদের পোস্টার

বৃহস্পতিবার শোভন চট্টোপাধ্যায়ের পোস্টারের পর ফিরহাদ হাকিমের পোস্টার পড়ে শনিবার। শ্যামবাজারে পোস্টারে লেখা- ‘ববিদাকে আবার চাই'। কলকাতা নাগরিক সমাজের বয়ানে ওই পোস্টার নিয়ে শুরু হয় চর্চা। শোভনের পোস্টার কে বা কারা টাঙিয়েছে তা নিয়ে ধন্দ থাকলেও, ফিরহাদের পোস্টার নিয়ে কোনও বিতর্ক নেই।

পোস্টারে গুরুত্ব নয় ফিরহাদের

পোস্টারে গুরুত্ব নয় ফিরহাদের

ফিরহাদের পোস্টার টাঙানো হচ্ছে প্রকাশ্যেই। তবে ফিরহাদ হাকিম নিজে ওইসব পোস্টারে গুরুত্ব দিতে চাইছেন না। তিনি বলেন, আমার মনে হয় ওসব ইয়ার্কি-ঠাট্টা। আমরা দলের সদস্য। আমাদের দল ঠিক করবে- কে দলের সৈনিক হবে, কে সেনাপতি। আমরা শুধু আকটা কথাই জানি- মানুষের জন্য কাজ করতে হবে।

শোভনের সমর্থনে পোস্টারে

শোভনের সমর্থনে পোস্টারে

এর আগে শোভনের সমর্থনে পোস্টারে পোস্টারে ছয়লাপ হয় কলকাতা। সব পোস্টারেই এক কথা- ‘ফিরে আসুন, শোভনদা'। না, এই পোস্টার কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরানোর বার্তায় নয়। বরং উল্টোটাই ঘটেছে কলকাতার বুকে। বিজেপির তরফে পোস্টার দেওয়া হয়েছে- কলকাতা পুরভোটে শোভনকে বিজেপির মেয়র পদপ্রার্থী করা হোক।

English summary
Firhad Hakim’s poster challenges Sovan Chatterjee before municipal election. The Poster gives message to fight of Sovan versus Firhad as Mayor candidate.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X