For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইমামভাতার পর ব্রাহ্মণদেরও ভাতা! বিজেপির ধর্ম-কাঁটা তুলতে মাস্টারস্ট্রোক মমতার

ক্ষমতায় এসেই রাজ্যে ইমামভাতা চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জেরে রাজ্যে সংখ্যালঘু তোষণের অভিযোগ উঠেছিল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে।

Google Oneindia Bengali News

ক্ষমতায় এসেই রাজ্যে ইমামভাতা চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জেরে রাজ্যে সংখ্যালঘু তোষণের অভিযোগ উঠেছিল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। পাশাপাশি রাজ্যে ইমামভাতা চালুর পর থেকে ব্রাহ্মণদেরও ভাতা চালুর দাবি উঠেছিল। সেই দাবি মেনে ব্রাহ্মণ ভাতা চালু করল কলকাতা পুরসভা। ফিরহাদ হাকিম ব্রাহ্মণদের হাতে ভাতা তুলে দিলেন।

বিজেপি বাড়তেই ব্রাহ্মণ-বান্ধব তৃণমূল

বিজেপি বাড়তেই ব্রাহ্মণ-বান্ধব তৃণমূল

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির উত্থান হয়েছে। এক লাফে দুই থেকে বেড়ে বাংলায় তাদের সাংসদ সংখ্যা দাঁড়িয়েছে ১৮-য়। এই অবস্থায় ইমামদের পাশাপাশি ব্রাহ্মণদের জন্যও ভাতা প্রদানের ব্যবস্থা করা হল। কলকাতা পুরসভার অধীনে শ্মশানের অগ্রদানী ব্রাহ্মণদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়।

ব্রাহ্মণদের ভাতা প্রদান কলকাতা পুরসভার

ব্রাহ্মণদের ভাতা প্রদান কলকাতা পুরসভার

তাঁদের দিন প্রতি ৩৯৮ টাকা ভাতা দেওয়া হবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। সোমবার এই প্রকল্পের প্রথম পর্যায়ে ভাতার টাকা তুলে দেওয়া হয় ২৭ জন ব্রাহ্মণকে। প্রত্যেকে ৯ হাজার ৫০০ টাকার চেক। ফিরহাদ হাকিম বলেন, সেই সিদ্ধান্ত মোতাবেক কলকাতার শ্মশানের অগ্রদানী ব্রাহ্মণদের হাতে ভাতা তুলে দিল পুরসভা।

ব্রাহ্মণদের হাতে চেক তুলে দেন মেয়র

ব্রাহ্মণদের হাতে চেক তুলে দেন মেয়র

সোমবার পুর ভবন থেকে ব্রাহ্মণদের হাতে চেক তুলে দেন মেয়র ফিরহাদ হকিম। কলকাতা মেয়র এই মর্মে বলেন, বিজেপি রাজ্যে ধর্মের জিগির তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাঁদের সেই অপচেষ্টা রুখে দিতে হবে। আমরা মানবতার জন্য কাজ করি, তাই করে যাব।

ফিরহাদ হাকিম ‘কল অন মেয়র’

ফিরহাদ হাকিম ‘কল অন মেয়র’

এদিন পুরসভা থেকে একাধিক মানবিক ও পরিষেবামূলক সিদ্ধান্ত নেন ফিরহাদ হাকিম। এবার থেকে কলকাতা পুরসভার তরফে পুরবাসীকে চটজলদি পরিষেবা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম ‘কল অন মেয়র' পরিষেবা চালু করেছেন। মেয়র সরাসরি কথা বলবেন পুরবাসীদের সঙ্গে। আর প্রতিদিন ১০০ জনকে ফোন করা হবে কলকাতা পুরসভার পক্ষ থেকে। তাদের সমস্যার কথা শুনবে পুরসভা।

English summary
Firhad Hakim gives priest allowances for Kolkata Municipal Corporation. He gives this allowance to 27 priests,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X