For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রামের নাম ফিরহাদের মুখে! কি বললেন তিনি?

রামের নাম ফিরহাদের মুখে! কি বললেন তিনি?,

  • |
Google Oneindia Bengali News

লোকসভা ভোটের বাজারে ফের একবার রাম নাম! বাংলার নেতৃত্ব তো বটেই, কেন্দ্রীয় নেতারাও রামের নামেই মমতাকে বিঁধছেন। ভিক্টোরিয়ার ঘটনার পর থেকে বঙ্গ রাজনীতিতে নয়া মাত্রা পেয়েছেন জয় শ্রী রাম স্লোগান। সম্প্রতি হলদিয়াতে এসেও রাম নামে তৃণমূল নেত্রীকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এবার বাংলার মানুষ রামকার্ডে মমতাকে বিদায় জানাবে। এবার সেই জয় শ্রী রাম ইস্যুতে পালটা বিজেপিকে আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। পালটা দাবি, রামের নামকে ইয়ার্কি বানিয়ে ফেলছে বিজেপি নেতারা। একই সঙ্গে বলিউডের বিখ্যাত গানে বিজেপিকে তীব্র আক্রমণ ফিরহাদের।

রাম কা নাম বদনাম না করো!

রাম কা নাম বদনাম না করো!

জয় শ্রী রাম স্লোগান ইস্যুতে উত্তাল রাজ্য-রাজনীতি। এই অবস্থায় মুখ খুললেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ওরা যা করছে এরপর বলতে বাধ্য হচ্ছি যে রামের নাম বদনাম করা হচ্ছে। বলিউডের বিখ্যাত গানের অংশ তুলে ধরে ফিরহাদের মন্তব্য, 'দেখো ও দিওয়ানো অ্যায়সা কাম না করো/ রাম কা নাম বদনাম না করো'। তাঁর মনে হয়, বিজেপির রামের নামে যেটা করছে তাতে অপমানই হচ্ছে রামের। ভগবানের নামকে ইয়ার্কি বানিয়ে ফেলেছে। কিন্তু কিছু মানুষ এখনও রয়েছেন যারা রামকে সম্মান করেন। তাঁদের কথা আমি বলছি না। কিন্তু বিজেপির রাম নামের রাজনীতি ঠিক নয় বলেই মনে করেন ফিরহাদ।

‘জয় শ্রীরাম’ লেখা মাস্ক বিলিকে কেন্দ্র করে উত্তাল হয় চাঁপদানি

‘জয় শ্রীরাম’ লেখা মাস্ক বিলিকে কেন্দ্র করে উত্তাল হয় চাঁপদানি

উল্লেখ্য, গত কয়েকদিন আগে 'জয় শ্রীরাম' লেখা মাস্ক বিলিকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে চাঁপদানি। সেখানে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সেখানকার আরএসএসের প্রভাবিত সংগঠনের তরফে এই শিবিরের আয়োজন করা হয়। স্বভাবতই সেই শিবিরে অনেকেই 'জয় শ্রীরাম' লেখা মাস্ক পড়ে থাকে। শুধু উদ্যোক্তারা নন, যারা চক্ষু পরীক্ষা করাতে আসছিলেন সবাইকে 'জয় শ্রীরাম' লেখা মাস্ক দেওয়া হচ্ছিল। এমন বেশ কয়েকজন 'জয় শ্রীরাম' লেখা মাস্ক দেওয়া হয়। আর তাতেই নাকি আপত্তি শাসকদল তৃণমূলের। ঘটনাস্থলে আসেন চাঁপদানি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জিতেন্দ্র সিং। কেন এমন মাস্ক বিলি করা হচ্ছে সে বিষয়ে উদ্যোক্তাদের কাছ থেকে জানতে চান। আর এই ঘটনাকে কেন্দ্র করেই সংঘাতের সূত্রপাত। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে বিজেপির নেতা-কর্মীরা। দুপক্ষের মধ্যে বচসা পরে হাতাহাতির আকার নেয় বলে দাবি স্থানীয় মানুষজনের। কাউন্সিলর বন্দুক হাতে হুমকি দেয় বলেও অভিযোগ বিজেপির। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। চিকিৎসা করাতে আসা রোগী এবং ডাক্তারদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়ে যায়। বন্ধ করে দেওয়া পরিষেবা।

 রামের নামে ৫০ হাজার মাস্ক তৈরি করা হচ্ছে!

রামের নামে ৫০ হাজার মাস্ক তৈরি করা হচ্ছে!

তবে এই ঘটনার জবাব কার্যত গান্ধিগিরি স্টাইলে দিতে চান স্থানীয় বিজেপি নেতারা। তাঁদের দাবি, যখন শ্রী রামে আপত্তি তখন রামের নামেই জবাব দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেয় বিজেপি। গোলমালের জবাব দিতে বুধবার থেকে চাঁপদানিতে 'জয় শ্রীরাম' মাস্ক বিলির সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। দলের পক্ষে জানানো হয়েছে, এর জন্য ৫০ হাজার মাস্ক তৈরি করা হচ্ছে। এলাকার প্রত্যেকটি জায়গায় এই মাস্ক দেওয়া হবে বলে দাবি বিজেপির। তাঁদের দাবি, রামের নামে ভয় পাচ্ছে তৃণমূল। আর তাই যেখানেই রাম নাম নেওয়া হচ্ছে সেখানেই শাসকদল হুমকি দিচ্ছে বলে দাবি বিজেপির। তবে এই বিষয়টি নিয়ে মোটেই মাথা ঘামাতে নারাজ শাসকদল তৃণমূলের।

ভয়ে রয়েছেন মানুষ, মমতাকে নিশানা ধনখড়ের, রাজ্যপালেই ভয়ের পরিবেশ তৈরি করছেন, পাল্টা দিলেন কল্যাণভয়ে রয়েছেন মানুষ, মমতাকে নিশানা ধনখড়ের, রাজ্যপালেই ভয়ের পরিবেশ তৈরি করছেন, পাল্টা দিলেন কল্যাণ

English summary
firhad hakim claims bjp defaming ram num
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X