For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার বাংলায় ধেয়ে আসছে ‘বিপদ’! শোভনকে ফোনে মূলস্রোতে ফেরার আর্জি ববির

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের পর বাংলায় অশনি সংকেত দেখছে তৃণমূল। ৪২-এ ৪২ তো হয়ইনি। কোনওরকমে ২২টিতে জিতে মুখ রক্ষা হয়েছে। উত্তরবঙ্গে একটা আসনও জোটেনি।

Google Oneindia Bengali News

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের পর বাংলায় অশনি সংকেত দেখছে তৃণমূল। ৪২-এ ৪২ তো হয়ইনি। কোনওরকমে ২২টিতে জিতে মুখ রক্ষা হয়েছে। উত্তরবঙ্গে একটা আসনও জোটেনি। এই অবস্থায় অভিমান করে দূরে সরে থাকা নেতাদের সক্রিয় হওয়ার আহ্বান জানাল তৃণমূল। সেই লক্ষ্যেই শোভন চট্টোপাধ্যায়কে ফোন করলেন ফিরহাদ হাকিম।

ফিরহাদের ফোন শোভনকে

ফিরহাদের ফোন শোভনকে

ফিরহাদ ফোন করে শোভনকে বলেন, অভিমান সরিয়ে ফের দলে সক্রিয় হতে। দলবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা একসঙ্গে লড়াই করে সিপিএমকে হটিয়ে ছিলাম বাংলা থেকে। আরও এক বিপদ ধেয়ে আসছে বাংলায়। তাই ভেদাভেদ ভুলে সবাইকে এক যোগে ঝাঁপিয়ে পড়তে হবে।

অভিমান নয়, সক্রিয় হন

অভিমান নয়, সক্রিয় হন

রবিবার বর্তমান ও প্রাক্তন মেয়রের মধ্যে দীর্ঘক্ষণ ফোনালাপ চলে। তবে তাঁদের মধ্যে কী কথা হয়েছে, তা নিয়ে মুখ খুলতে চাননি কেউ। মেয়র ফিরহাদ হকিম শুধু বলেন, তিনি ফোন করেছিলেন। তিনি শোভনকে অনুরোধ করেন অভিমান দূরে সরিয়ে দলে সক্রিয় হতে। তবে শোভন চট্টোপাধ্যায় এ ব্যাপারে কোনও মুখ খোলেননি।

দলের বিপদ, একসঙ্গে লড়াই

দলের বিপদ, একসঙ্গে লড়াই

ফিরহাদ হকিম বলেন, দলের দুর্দিনে যাঁরা কাঁধে কাঁধ মিলে লড়াই করেছে, তাদের অনেকে অভিমান করে দূরে চলে গিয়েছে, কেউ কাজের তাগিদে। সবার কাছেই তাঁর আবেদন, আর মুখ ফিরিয়ে থাকা নয়। এবার একসঙ্গে লড়াই করতে হবে। মোট কথা, মেয়রের কথায় স্পষ্ট গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে কাজ করতে হবে।

রাজনীতির মূলস্রোতে আহ্বান

রাজনীতির মূলস্রোতে আহ্বান

উল্লেখ্য, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনে সমস্যার কারণে দলেও তাঁর গুরুত্ব কমে। তাঁকে মেয়র-মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই অবস্থায় তিনি এখনও তৃণমূলের বিধায়ক ও কাউন্সিলর থাকলেও দলে তিনি অপাংক্তেয়। তবে দলের বিপদের দিনে ফের শোভনকে মনে করল তৃণমূল। তাঁকে ফেরার বার্তা দেওয়া হল রাজনীতির মূলস্রোতে।

English summary
Firhad Hakim calls over phone to Sovan Chatterjee to return in mainstream of politics. He says BJP enters in Bengal as danger, ‘
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X