For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপকে ‘এনকাউন্টার’-চ্যালেঞ্জ ফিরহাদের! পাল্টা হুঁশিয়ারিতে কী বার্তা ‘বাংলার ছেলে’র

‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে’- ওসব সিনেমায় হয়, বাংলায় সংস্কৃতিতে ওসবের স্থান নেই। কৃষ্ণনগরে এক অনুষ্ঠানে ফিরহাদ হাকিম বলেন, এনকাউন্টার-ফাউন্টার বাংলায় হয় না।

Google Oneindia Bengali News

'মারব এখানে লাশ পড়বে শ্মশানে'- ওসব সিনেমায় হয়, বাংলায় সংস্কৃতিতে ওসবের স্থান নেই। কৃষ্ণনগরে এক অনুষ্ঠানে ফিরহাদ হাকিম বলেন, এনকাউন্টার-ফাউন্টার বাংলায় হয় না। এসব যাঁরা বলছেন, তাঁদের দলটা তো আসলে এনকাউন্টারের দল, তাই মুখের ভাষা এমন। দেশের বিভিন্ন জায়গায় এনকাউন্টার করে ওরা জায়গা করছে বলে, বাংলায় পারবে না।

দিলীপকে ‘এনকাউন্টার’-চ্যালেঞ্জ ফিরহাদের! পাল্টা হুঁশিয়ারিতে কী বার্তা ‘বাংলার ছেলে’র

ফিরহাদ হাকিম এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সতর্ক করে দিয়ে বলেন, বাংলায় ওসব করতে চাইলে, মাথা গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা আমাদেরও আছে। দিলীপবাবুরা ভুলে যাবেন না, আমরা বাংলার ছেলে, আমরা মায়ের দুধ খেয়ে বড় হয়েছিল। আমরা কেউ হাতে চুড়ি পরে বসে নেই।

তিনি আরও বলেন, আপনারা এনকাউন্টার স্পেশালিস্ট জানি, কারণ আপনাদের নেতা অমিত শাহ তো এনকাউন্টারের জন্য কেস খেয়েছিলেন। তা বলে বাংলায় এনকাউন্টারের চেষ্টা করবেন না ভুলেও। বাংলায় এনকাউন্টারের ভয় দেখিয়ে মাথা তুলতে চাইলে সেইসব দুষ্কৃতীদের মাথা গুঁড়িয়ে দেব।

[আরও পড়ুন:রাজ্য সফরে অমিত শাহের সঙ্গে বৈঠক! রয়েছে চমকে দেওয়া সব নাম][আরও পড়ুন:রাজ্য সফরে অমিত শাহের সঙ্গে বৈঠক! রয়েছে চমকে দেওয়া সব নাম]

ফিরহাদ হাকিম এদিন মনে করিয়ে দেন, বাংলায় রবীন্দ্রনাথ-নজরুলের সংস্কৃতি চলে, রামকৃষ্ণ-বিবেকানন্দের সংস্কৃতিতে বিশ্বাসী। এখানে এনকাউন্টারের বিষ প্রয়োগ করবেন না, তাহলে বাংলার মানুষ আপনাদের কোনওদিন ক্ষমা করবেন না। বাংলার কৃষ্টি-সংস্কৃতি আলাদা। এখানে থাকতে হলে বাংলার সংস্কৃতির সঙ্গে মিলেমিশে থাকতে হবে। হিংসা ছড়াবেন না, উসকানি দেবেন না সন্ত্রাসের।

[আরও পড়ুন:কোনও কিছুর জন্যই আদর্শ ত্যাগ করা যায় না! বিজেপিতে যাওয়ার 'গুজব' প্রসঙ্গে বললেন এই সিপিএম নেতা][আরও পড়ুন:কোনও কিছুর জন্যই আদর্শ ত্যাগ করা যায় না! বিজেপিতে যাওয়ার 'গুজব' প্রসঙ্গে বললেন এই সিপিএম নেতা]

English summary
TMC minister Firhad Hakim attacks BJP state president Dilip Ghosh on his encounter challenge. He bewares Dilip Ghosh and his party,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X