For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের কেন্দ্রে প্রাক্তন নেতার রোষের মুখে দিলীপ ঘোষ! দিলেন পাল্টা জবাব

এবার নিজের বিধানসভা কেন্দ্র খড়গপুরেই ক্ষোভের মুখে দিলীপ ঘোষ। তিনি এবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী।

  • |
Google Oneindia Bengali News

এবার নিজের বিধানসভা কেন্দ্র খড়গপুরেই ক্ষোভের মুখে দিলীপ ঘোষ। তিনি এবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী। দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন
অবিভক্ত মেদিনীপুরের বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ পট্টনায়েক। দিলীপ ঘোষের পাল্টা দাবি তিনি বলেছিলেন ভোটে দাঁড়াবেন না। তাও তাঁকে ভোটে দাঁড় করানো হয়েছে।

প্রদীপ পট্টনায়েকের অভিযোগ

প্রদীপ পট্টনায়েকের অভিযোগ

দিলীপ ঘোষের বিরুদ্ধে প্রার্থী হওয়ার জন্য কার্য দালালি করার অভিযোগ তুলেছে প্রদীপ পট্টনায়েক। তিনি বলেছেন প্রার্থী হওয়ার ইচ্ছা থাকলে দিল্লি গিয়ে দালালি করতেন। ক্ষোভ প্রকাস করে তিনি বলেছেন, বিজেপির জন্মলগ্ন থেকে কাজ করছেন। কিন্তু কারও পিছনে দালালি করেননি। কেন্দ্রীয় নেতৃত্বকে সেকথা বোঝা উচিত। আর ফলে তা বোঝা যাবে বলে মন্তব্য করেছেন প্রবীণ এই বিজেপি নেতা। বিধায়ক তহবিল ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন ওই নেতা।

[আরও পড়ুন: প্রকাশিত হতে চলেছে কংগ্রেস ইস্তেহার! থাকতে পারে যেসব বিষয়][আরও পড়ুন: প্রকাশিত হতে চলেছে কংগ্রেস ইস্তেহার! থাকতে পারে যেসব বিষয়]

জবাব দিলীপ ঘোষের

জবাব দিলীপ ঘোষের

পাল্টা আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। সবাই কি দালালি করে টিকিট পেয়েছেন, নাম না করে তাঁকে (প্রদীপ পট্টনায়েক) কে জিজ্ঞাসা করতে বলেন তিনি। দিলীপ ঘোষের দাবি, তিনি বলেছিলেন ভোটে দাঁড়াবেন না। তাও তাঁকে দাঁড় করানো হয়েছে। দিলীপ ঘোষ জানিয়েছেন, যে জিততে পারে তাকেই টিকিট দেওয়া হয়েছে।

[আরও পড়ুন:ভরসা নেই দলে! একা মমতার লড়াই মোদী-বাহিনীর বিরুদ্ধে][আরও পড়ুন:ভরসা নেই দলে! একা মমতার লড়াই মোদী-বাহিনীর বিরুদ্ধে]

রাজনীতিক প্রদীপ পট্টনায়েক

রাজনীতিক প্রদীপ পট্টনায়েক

ইতিহাস ঘাটলে দেখা যাচ্ছে বিধানসভা নির্বাচনে খড়গপুর কেন্দ্র থেকে ৫ বার প্রার্থী করা হয়েছিল প্রদীপ পট্টনায়েককে। ২০০৯ সালেও মেদিনীপুর আাসন থেকে তাঁকে প্রার্থী করা হয়েছিল। কিন্তু কোনও বারেই জয় পাননি এই নেতা। পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি জানিয়েছে, ২০১৪ থেকে ২০১৯-এর মধ্যে দলের কোনও সক্রিয় কাজে নেই এই নেতা।

[আরও পড়ুন:'কোন স্পর্ধায় তিনি এই কথা বলেছেন!' কাশ্মীরে পৃথক প্রধানমন্ত্রী ইস্যুতে ওমরকে তুলোধনা মোদীর ][আরও পড়ুন:'কোন স্পর্ধায় তিনি এই কথা বলেছেন!' কাশ্মীরে পৃথক প্রধানমন্ত্রী ইস্যুতে ওমরকে তুলোধনা মোদীর ]

English summary
Ex leader of BJP criticised Dilip Ghosh in Kharagpur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X