For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে ভোট পূর্ববর্তী ও পরবর্তী হিংসা আটকাতে আরও কঠোর হল কমিশন

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৪ এপ্রিল : ভোটের শান্তি বজায় রাখতে এবং ভোটের পূর্ব ও পরবর্তী হিংসা এড়াতে শেষ তিন দফা নির্বাচনের আগে আরও কড়া হতে চলেছে নির্বাচন কমিশন। আসন্ন বিধানসভা কেন্দ্রে যাতে কোনও অপ্রিয় ঘটনা না ঘটে তার জন্য শনিবারই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কমিশন।

এখনও ১২৭টি আসনে ভোটগ্রহণ বাকি রয়েছে। ২৫ এপ্রিল, ৩০ এপ্রিল এবং ৫ মে এই তিনদিন রাজ্যে ভোটগ্রহণ বাকি রয়েছে।

রাজ্যে ভোট পূর্ববর্তী ও পরবর্তী হিংসা আটকাতে আরও কঠোর হল কমিশন

বাকি ৩ দফার এই নির্বাচন আরও কড়া হাতে সামলাতে চলেছে কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ভোটের আগে, ভোট চলাকালীন এবং ভোটপরবর্তী যে কোনও হিংসার ঘটনাতে সমান গুরুত্ব দিয়ে দেখা হবে। বিস্তারিত ভাবে ঘটনাগুলির পর্যবেক্ষন করা হবে এবং রাজনৈতিক দল-রং নির্বিশেষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও এদিন অত্যন্ত স্পষ্টভাবে কমিশনের তরেফ জানানো হয়েছে। এই ধরণের হিংসার ঘটনায় রাজ্য পুলিশকে অভিযোগ পেলেই পদক্ষেপ নিতে হবে। কোনও পুলিশ কর্মী অভিযোগ নিতে অস্বীকার করলে বা খবর পেয়ে কোনও পদক্ষেপ না নিলে অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেবে কমিশন।

দুষ্কৃতীদের কোনওভাবে রেয়াত করা হবে না বলেও স্পষ্ট বার্তা কমিশনের। রাজ্যের প্রশাসনির আধিকারিকদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ আসলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও জানিয়ে দিল কমিশন।

English summary
Election Commission takes firm steps to curb pre, post poll violence in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X