For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যের আইন শৃঙ্খলার রিপোর্টে খুশি নয় নির্বাচন কমিশন! এই মাসের মধ্যেই কোন ব্যবস্থা নেওয়ার নির্দেশ

রাজ্যের আইন শৃঙ্খলার রিপোর্টে খুশি নয় নির্বাচন কমিশন! এই মাসের মধ্যেই কোন ব্যবস্থা নেওয়ার নির্দেশ

  • |
Google Oneindia Bengali News

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসতেই আজ একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসে তারা। মুখ্য নির্বাচন কমীশনার সুনীল অরোরা থেকে উপ নির্বাচন কমিশনার এদিন উপস্থিত ছিলেন। এদিন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডেকে পাঠানো হয় জ্ঞাবন্ত সিংকে। এরপরই উঠে আসতে থাকে একাধিক তথ্য।

অখুশি নির্বাচন কমিশন

অখুশি নির্বাচন কমিশন

এদিন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে এডিসজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিংকে একাধিক প্রশ্ন করে নির্বাচন কমিশন। প্রশ্ন তোলা হয়, দেড় মাসের মধ্যে ৪০ হাজার গ্রেফতারি পরোয়ানা কেন কার্যকরী করা হয়নি? জানুয়ারির মধ্যে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কড়া পদক্ষেপ কমিশন নিতে বাধ্য হবে বলে জানানো হয়েছে।

 তৃণমূলের বিস্ফোরক অভিযোগ ও বিজেপি

তৃণমূলের বিস্ফোরক অভিযোগ ও বিজেপি

এদিকে, আজ কমিশনের কাছে গিয়ে একাধিক রাজনৈতিক দল নিজেদের অভিযোগ জানায়। তৃণমূল জানিয়েছে, সীমান্তে বিএসএফ এক বিশেষ রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য উস্কানি দিচ্ছে। এৎফরই বিজেপি র দাবি বিএসএফ নিজের কাজ করছে। তাদের বিরক্ত করা উচিত নয়।

'কমিশন জানে কীভাবে শান্তিপূর্ণ ভোট করাতে হয়'

'কমিশন জানে কীভাবে শান্তিপূর্ণ ভোট করাতে হয়'

এর আগে কমিশনের তরফে সুনীল অরোরা জানান, 'নির্বাচন কমিশন জানে, কীভাবে এবারের নির্বাচনে সুষ্ঠু ও অবাধ ভোট করাতে হবে'। আর সেই লক্ষ্যে এদিন সকালেই এডিজি আই শৃঙ্খলা জ্ঞানবন্ত সিংয়ের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশনের বেঞ্চ।

আরও এক উচ্চ পর্যায়ের বৈঠক আসন্ন

আরও এক উচ্চ পর্যায়ের বৈঠক আসন্ন

এদিকে, এদিন আরও এক উচ্চ পর্যায়ের বৈঠক আসন্ন বলে খবর। জানা গিয়েছে, ডিএম , এসপিদের সঙ্গেও এবার বৈঠকে বসবে কমিশন। এর আগে গতরাতেই বৈঠক হয় রাজ্যের সিইওর সঙ্গে। তাঁকে নির্ভয়ে ভোট পরিচালনার বার্তা দেয় কমিশন। এরপর আগামিকাল মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবদের সঙ্গে কমিশন বৈঠকে বসবে।

তৃণমূলের জয়ের একের পর এক 'কীর্তি' ফাঁস করছেন শুভেন্দু! ২১-এর আগে 'নয়া পরিকল্পনার' পথে প্রশান্ত কিশোরতৃণমূলের জয়ের একের পর এক 'কীর্তি' ফাঁস করছেন শুভেন্দু! ২১-এর আগে 'নয়া পরিকল্পনার' পথে প্রশান্ত কিশোর

English summary
Election Commission is not happy with west bengal administration report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X