For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মনোনয়নের বাড়তি দিন চূড়ান্ত করল কমিশন! তাহলে পঞ্চায়েত ভোট হচ্ছে কবে

দিনভর দফায় দফায় বৈঠকের পর মনোনয়নের বাড়তি দিন চূড়ান্ত করে ফেলল নির্বাচন কমিশন। কিন্তু নির্ঘণ্ট চূড়ান্ত হল না এখনও।

  • |
Google Oneindia Bengali News

দিনভর দফায় দফায় বৈঠকের পর মনোনয়নের বাড়তি দিন চূড়ান্ত করে ফেলল নির্বাচন কমিশন। কিন্তু নির্ঘণ্ট চূড়ান্ত হল না এখনও। শনিবারই বিজ্ঞপ্তি জারি করে দিচ্ছে চাইছে কমিশন। সেক্ষেত্রে সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার বাড়তি দিন ধার্য হবে। নির্বাচন কমিশন এই বিজ্ঞপ্তি জারি করছে মনোনয়নের জন্য। নয়া নির্ঘণ্টের বি্জ্ঞপ্তি জারি এখন হচ্ছে না।

নির্বাচন কমিশন মনোনয়নের বিজ্ঞপ্তি জারি করার ব্যাপারেও এখনও থমকে রয়েছে। বিজেপি বৈঠকে না আসার কারণেই এখনও অপেক্ষা করছে নির্বাচন কমিশন। যেহেতু হাইকোর্ট নির্দেশ দিয়েছিল মামলাকারীদের সঙ্গে বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। সেইহেতু সমস্ত রাজনৈতিক দলের সঙ্গেই ১৫ মিনিট করে পৃথক পৃথক বৈঠক নির্ধারিত ছিল নির্বাচন কমিশনের।

মনোনয়নের বাড়তি দিন চূড়ান্ত করল কমিশন, ভোট কবে

নির্বাচন কমিশনে বৈঠকের জন্য এসেছিল বিজেপিও। কিন্তু পাঁচ প্রতিনিধি নিয়েই বৈঠকে উপস্থিত হওয়ার ব্যাপারে অনড় থাকায় পুলিশের তরফে বাধা দেওয়া হয় প্রবেশে। নির্বাচন কমিশন জানিয়েছিলেন ২ জন করে প্রতিনিধি যেতে পারবেন কমিশনে। সেই কারণেই হেনস্থার শিকার হয়ে বিজেপি ফিরে যায় বলে অভিযোগ।

এরপর তারা হাইকোর্টে রেজিস্টারের কাছে মামলা নতিভুক্ত করায়। এবং সেই মামলার কপি নির্বাচন কমিশনে এসে দিয়েও যায়। এক্ষেত্রে বিজেপির দুজন প্রতিনিধি গিয়েছিলেন কমিশনে। কিন্তু বিজেপির সঙ্গে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত কোনও বৈঠক হয়নি। সম্ভাবনা রয়েছে বিজেপির পুনরায় আসার। তারপরই বিজ্ঞপ্তি জারির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পঞ্চায়েত সচিব বৈঠকের পর জানান, এদিন নির্বাচনের দিনক্ষণ নিয়ে কোনও আলোচনা হয়নি। যা আলোচনা হয়েছে মনোনয়নের বাড়তি দিন নিয়ে। সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি এদিনই জারি করা হচ্ছে। সোমবার মনোনয়ন একপ্রকার পাকা। স্রেফ বিজেপির সঙ্গে বৈঠকের অপেক্ষা। তারপরই নির্বাচন কমিশন জানিয়ে দেবে এই ব্যাপারে। অন্য রাজনৈতিক দলগুলি মনোনয়নের ব্যাপারে ঐক্যমত্য প্রকাশ করে। তাঁদের শুধু একটাই দাবি মনোনয়নের উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে নির্বাচন কমিশনকে।

English summary
Election Commission decides extra nomination date for panchayat election. EC announces the new notification immediate.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X