For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঠান্ডা ঠান্ডা কুল কুল আসছে আবার তৃণমূল, শহরের কোনায় কোনায় সকাল থেকে এই স্লোগানই!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৯ মে : সকাল থেকেই ভোটগণনার যে ট্রেন্ড পাওয়া গিয়েছে তা বেশিরভাগটাই ঝুঁকে তৃণমূল কংগ্রেসের দিকে। আর এই ট্রেন্ডই বুঝিয়ে দিচ্ছে দিনের শেষে সূর্য অস্ত যাচ্ছেই। অধীর আগ্রহের অবসানে সবুজ হতে চলেছে বাংলা। জোটকে বাজিমাত দিয়ে ৫ বছর পর ফের মমতা ঝড় বাংলায়।

ভোটগণনার Live Update পড়ুন এই লিঙ্কে ক্লিক করে

সকাল ১০ পর্যন্ত যা ট্রেন্ড তাতে ২১০ টি আসনে এগিয়ে তৃণমূল। বামেরা এগিয়ে ৩১টি আসনে এবং কংগ্রেস এগিয়ে ৪১টি আসনে। অর্থাৎ জোট মোট ৭২টি আসনে এগিয়ে। বিজেপি এগিয়ে সাতটি আসনে, এবং অন্যান্যরা এগিয়ে ৩ টি আসনে।

ঠান্ডা ঠান্ডা কুল কুল আসছে আবার তৃণমূল, শহরের কোনায় কোনায় এই স্লোগানই!

সরকার গড়তে যেখানে একটি দলের ১৪৭টি আসনের দরকার, এখনকার ট্রেন্ড অনুযায়ী সেই ম্যাজিক ফিগার থেকে বহু আগে এগিয়ে মমতার তণমূল কংগ্রেস। আর সকালে এই ট্রেন্ড আসার সঙ্গে সঙ্গে শহরের কোনায় কোনায় শুধু একটাই রব শোনা যাচ্ছে, "ঠান্ডা ঠান্ডা কুল কুল, আবার আসছে তৃণমূল"।

ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়েক সমর্থকদের মধ্যে বাধভাঙা উচ্ছ্বাস। সবুজ আবিরের খেলা শুরু হয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন অংশে। তৃণমূল অনুগামীদের কথায়, কুৎসা, ষড়যন্ত্র, অপপ্রচারের জবাব দিয়েছে মানুষ। মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছে তা আরও একবার প্রমান হয়ে গিয়েছে।

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X