For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাইয়ের খুনের বদলা নিতে ১০ হাজার 'লিড' চান দাদা! শুভেন্দু-গড়ে অভিনব অঙ্গীকার

দুষ্কতীদের গুলিতে ভাই খুন হওয়ার পর বদলার বার্তা দিলেন দাদা। না, সেই বদলা পাল্টা খুনের রাস্তায় নয়। নয় হিংসার পথেও।

  • |
Google Oneindia Bengali News

দুষ্কতীদের গুলিতে ভাই খুন হওয়ার পর বদলার বার্তা দিলেন দাদা। না, সেই বদলা পাল্টা খুনের রাস্তায় নয়। নয় হিংসার পথেও। ভাইের খুনের বদলা নিতে ১০ হাজার ভোটে দলকে জেতানোর অঙ্গীকার করলেন তিনি। এলাকায় তৃণমূল কংগ্রেসের হাল ধরার বার্তা দিলেন একদা রাজনীতিতে বৈরাগ্য থাকা আফজলের।

ভাইয়ের ফেলে যাওয়ার কাজের ভার নিয়ে

ভাইয়ের ফেলে যাওয়ার কাজের ভার নিয়ে

মাত্র একমাস আগে ভাইয়ের রক্ত ঝরেছে। তারপর ভাইয়ের ফেলে যাওয়ার কাজের ভার নিজের হাতে তুলে নিলেন দাদা। শুভেন্দু অধিকারীর হাত ধরে এলাকায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিলেন তিনি। তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন, কুরবানের মৃত্যুর বদলা নিতে এলাকায় তৃণমূলকে ১০ হাজার লিড দিতে হবে।

তৃণমূলের হাল এখন নিজের কাঁধে নিয়েছেন

তৃণমূলের হাল এখন নিজের কাঁধে নিয়েছেন

কুরবান খুন হওয়ার পর পাঁশকুড়ার মাইশোরা অঞ্চলের তৃণমূলের হাল এখন নিজের কাঁধে নিয়েছেন আফজল। দলীয় পঞ্চায়েত সদস্য, সমিতির সদস্য, বুথ সভাপতিদের নিয়ে বৈঠক সেরে তিনি বলেন, ১০ হাজার ভোটে এবার লিড নিতে হবে।

ভাইয়ের খুনের বদলা গণতান্ত্রিক পথেই

ভাইয়ের খুনের বদলা গণতান্ত্রিক পথেই

উল্লেখ্য, পাঁশকুড়ায় কুরবান শা খুন হন গত মাসে। তারপর মাইশোর এলাকায় কুরবানের জায়গায় দায়িত্ব দেওয়া হয় আফজলকে। আফজল রাজনীতিতে আনকোরা হলেও ভাইয়ের খুনের বদলা নিতে চান গণতান্ত্রিক পথেই। শুভেন্দুর হাত থেকে দায়িত্ব নেওয়ার পর জনসংযোগের কাজে ঝাঁপিয়ে পড়েন।

মাইশোরার মানুষ বিজেপিকে জবাব দেবে

মাইশোরার মানুষ বিজেপিকে জবাব দেবে

আফজল বলেন, আগামী বিধানসভা নির্বাচনে মাইশোরার মানুষ বিজেপিকে জবাব দেবে। ভাইকে খুনের জন্য বিজেপিই দায়ী। তাই এই এলাকায় অন্তত ১০ হাজার ভোটে তৃণমূলকে লিড দিয়ে আমি ভাইয়ের খুনের বদলা নিতে চাই। সেই লক্ষ্যে গাইডলাই বেঁধে দিয়েছেন আফজল।

English summary
Elder brother takes revenge of brother’s killing to lead for TMC in Subhendu’s district. Subhendu Adhikari gives charge to elder brother after this killing.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X