For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই সরকারের আমলে কোনও দুর্নীতি হয়নি! দায় আগের সরকারের, দাবি পার্থর

তৃণমূল সরকারের আমলে রাজ্যে শিক্ষা ক্ষেত্রে কোনও রকমের দুর্নীতি হয়নি। প্রকাশিত খবর অনুযায়ী, বিধানসভায় এমনটাই দাবি করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল সরকারের আমলে রাজ্যে শিক্ষা ক্ষেত্রে কোনও রকমের দুর্নীতি হয়নি। প্রকাশিত খবর অনুযায়ী, বিধানসভায় এমনটাই দাবি করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর দাবি যা হয়েছে আগের আমলে। অর্থাৎ পরোক্ষে বাম সরকারের ওপর শিক্ষায় দুর্নীতির দায় চাপিয়েছেন শিক্ষামন্ত্রী।

এই সরকারের আমলে কোনও দুর্নীতি হয়নি! দায় আগের সরকারের, দাবি পার্থর

বিধানসভায় শিক্ষা বাজেটের সমাপ্তি ভাষণ দিচ্ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, সেখানে তিনি বলেন, অভিযোগ উঠছে রাজ্যে শিক্ষকদের চাকরি দেওয়ার নাম টাকা নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী প্রশ্ন করেন, শিক্ষকদের চাকরি দেওয়ার সময় কে টাকা নিয়ে বলুন। তাহলে তিনি কোনও ব্যবস্থা নিতে পারেন কিনা দেখবেন।

বাম বিধায়কদের দিকে লক্ষ্য করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, বাম আমলে যেখানে শিক্ষক দরকার নেই, সেখানেও শিক্ষক নিয়োগ করা হয়েছিল। এরকম আড়াইলক্ষ ঘটনা ঘটেছিল বলে দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়। আর যেখানে শিক্ষক দরকার ছিল সেখানে ফাঁকা থেকে গিয়েছিল বলে অভিযোগ করেন শিক্ষামন্ত্রী।

বিধানসভায় শিক্ষামন্ত্রীর দাবি, তৃণমূল সরকার আসার পরেই রাজ্যে সঠিকভাবে শিক্ষক নিয়োগ শুরু হয়েছে। শিক্ষক নিয়োগে অস্বচ্ছতার নিয়ে বিরোধীদের দাবি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, তৃণমূল আমলে শিক্ষক নিয়োগে কোনও অস্বচ্ছতা নেই।

পাশাপাশি স্কুল স্তরে অস্বচ্ছতা রুখতে, পার্থ চট্টোপাধ্যায় উপাও বাতলে দেন। তিনি স্কুলগুলিতে অনলাইনে শূন্যপদ জানানোর জন্য আবেদন করেন।

English summary
Education minister claimed there is not any corruption in education in tmc's regime
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X