For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার জেরে পিছবে কি শিক্ষাবর্ষ, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের পদক্ষেপে জল্পনা

করোনার জেরে পিছবে কি শিক্ষাবর্ষ, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের পদক্ষেপে জল্পনা

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে অর্থবর্ষ বাড়িয়ে দেওয়ার নিয়ে সংবাদ মাধ্যমে দেখা গিয়েছিল। কিন্তু কেন্দ্র ইতিমধ্যেই জানিয়েছে সেরকম কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অন্যদিকে স্কুল বন্ধ থাকায় ত্রাহি ত্রাহি অবস্থা ছাত্রছাত্রীদের। শিক্ষাবর্ষ পিছিয়ে দেওয়া হতে পারে বলেও জল্পনা চলছে নানা মহলে। তবে সূত্রের খবর অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলির কাছে মতামত চেয়েছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।

বিশ্ববিদ্যালয়গুলির কাছে জানতে চেয়েছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক

বিশ্ববিদ্যালয়গুলির কাছে জানতে চেয়েছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক

সূত্রের খবর অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলির কাছে শিক্ষাবর্ষ নিয়ে মতামত চেয়েছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাকি আছে।

উঠে এসেছে সিলেবাসের কাটছাঁটের প্রস্তাব

উঠে এসেছে সিলেবাসের কাটছাঁটের প্রস্তাব

এব্যাপারে কোনও বিশ্ববিদ্যালয় কী সিদ্ধান্ত নেবে তা ঠিক হয় অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে। কিন্তু লকডাউনের জেরে সবই বন্ধ। তবে ফোনে আলোচনা সিলেবাসের কাটছাঁটের প্রস্তাব উঠে এসেছে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে দুটি সেমেস্টারকে জুড়ে দেওয়ার কথাও বলা হয়েছে।

স্কুল শিক্ষায় সমস্যা

স্কুল শিক্ষায় সমস্যা

বছরের একেবারের শুরুতেই শিক্ষাকেন্দ্রগুলি বন্ধ থাকায় পড়াশোনার ব্যাপক ক্ষতি হয়েছে। এরপরেও যদি লকডাউন বাড়ে তাহলে, সমস্যা আরও বাড়বে। স্কুল শিক্ষার ক্ষেত্রেও এবছরের জন্য সিলেবাসে পরিবর্তন আনার কথা বলছেন অনেকে। সেক্ষেত্রে গ্রীষ্মের ছুটি কমিয়ে দেওয়া হতে পারে। তবে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ১৪ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেননা লকডাউনের সময় বাড়ার ওপর নির্ভর করছে অনেক কিছু।

English summary
Education calender may be changed due to Coronavirus. Guidelines may be issued very soon.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X