For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, তৃণমূলের মন্ত্রী রবীন্দ্রনাথকে শোকজ করল কমিশন

উত্তরবঙ্গের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে শোকজ করল নির্বাচন কমিশন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জবাবদিহি করতে হবে।

  • |
Google Oneindia Bengali News

বারবার বিরোধীদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করছিলেন তিনি। তা নিয়ে বিজেপি নির্বাচন কমিশনে অভিযোগও জানায়। এছাড়া কেন্দ্রীয় বাহিনীকে নিয়েও বিতর্কিত মন্তব্য করে বসেন উত্তরবঙ্গের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সেই প্রেক্ষিতেই তাঁকে শোকজ করল নির্বাচন কমিশন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জবাবদিহি করতে হবে।

বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, তৃণমূলের রবীন্দ্রনাথকে শোকজ করল কমিশন

এর আগে বিরোধীদের করলার জুস খাওয়ানোর কথা বলে বিতর্ক বাঁধিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বলেন, ভয় পাবেন না। কেন্দ্রীয় বাহিনী সারা বছর থাকবে না। তবে আমরা থাকব। অর্থাৎ প্রচ্ছন্নভাবে তৃণমূলের কথা শুনে চলতে হবে এমন হুমকি তিনি দিয়েছেন বলে বিরোধীদের অভিযোগ।

[আরও পড়ুন:ভোটের মুখে শুরু তৎপরতা! কালো টাকার হদিশ পেলেই জানান আয়করে ][আরও পড়ুন:ভোটের মুখে শুরু তৎপরতা! কালো টাকার হদিশ পেলেই জানান আয়করে ]

এমন কথা বলে রবীন্দ্রনাথ নির্বাচনী বিধিভঙ্গ করেছেন। এমন অভিযোগ ওঠার পরই কমিশনে অভিযোগ করে বিজেপি। মোট চারজন তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ করা হয়। তার মধ্যে রবীন্দ্রনাথকে শোকজ করা হল।

[আরও পড়ুন:তৃণমূলের তারকা প্রার্থী আসলে 'মরশুমি পাখি'! বিজেপির টিকিট পেয়েই নিশানা দুধকুমারের][আরও পড়ুন:তৃণমূলের তারকা প্রার্থী আসলে 'মরশুমি পাখি'! বিজেপির টিকিট পেয়েই নিশানা দুধকুমারের]

এর আগে কমিশন রবীন্দ্রনাথকে নিয়ে রিপোর্ট তলব করে। এদিন তা হাতে আসার পর শোকজ করা হয়েছে। বিজেপি কমিশনে ফিরহাদ হাকিম, জিতেন তিওয়ারী, অনুব্রত মন্ডলের পাশাপাশি রবীন্দ্রনাথ ঘোষের নামে অভিযোগ জানায়।

[আরও পড়ুন: তৃণমূলকে রুখতে ভোটের ময়দানে ভাঙড়ের জমি রক্ষা কমিটি, প্রার্থী দিতে চলেছে তিন কেন্দ্রে ][আরও পড়ুন: তৃণমূলকে রুখতে ভোটের ময়দানে ভাঙড়ের জমি রক্ষা কমিটি, প্রার্থী দিতে চলেছে তিন কেন্দ্রে ]

English summary
EC sent show cause notice to North Bengal TMC minister Rabindra Nath Ghosh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X