For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কাকিমা ১ নম্বর বোতাম টিপবেন', সাক্ষী রইলেন রবীন্দ্রনাথ! ব্যবস্থা নিল কমিশন

বুথের মধ্যে ঢুকে প্রিসাইডিং অফিসারের সামনেই ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। এই ঘটনা ক্যামেরায় ধরা পড়ে আরামবাগের তারকেশ্বরের নস্করপুরে ১১০নম্বর বুথে।

Google Oneindia Bengali News

বুথের মধ্যে ঢুকে প্রিসাইডিং অফিসারের সামনেই ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। এই ঘটনা ক্যামেরায় ধরা পড়ে আরামবাগের তারকেশ্বরের নস্করপুরে ১১০ নম্বর বুথে। খবর সামনে আসার পরেই নির্বাচন কমিশনের তরফে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়।

কাকিমা ১ নম্বর, সাক্ষী রাইলেন রবীন্দ্রনাথ! ব্যবস্থা নিল কমিশন

আরামবাগ লোকসভা কেন্দ্রের নস্করপুরের ১১০ নম্বর বুথ। সকালে থেকেই সেখানে সক্রিয় শাসক দল। যাঁরা ভোট দিতে ঢুকছেন, ইভিএমের সামনে গিয়ে তাঁদের বলে দেওয়া হচ্ছে একনম্বরে ভোট দিতে। কেননা আরামবাগে ইভিএম-এর একনম্বরে রয়েছে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দারের নাম। এলাকার টিএমসিপি নেতা মহারাজা নাগকে দেখা যায় সক্রিয় ভূমিকা নিতে। ক্যামেরায় ধরাও পড়েন তিনি। ক্যামেরায় ধরা পড়ে রবীন্দ্রনাথের ছবির সামনে রয়েছে ইভিএম। সেই পর্যন্ত পৌঁছে যাচ্ছেন ওই টিএমসিপি নেতা।

[আরও পড়ুন: 'একদম চোপ'! হুগলিতে ছাপ্পা পাকড়াও করে ফুঁসে উঠলেন লকেট][আরও পড়ুন: 'একদম চোপ'! হুগলিতে ছাপ্পা পাকড়াও করে ফুঁসে উঠলেন লকেট]

বুথে ঢুকে যেমন তিনি প্রভাবিত করছেন, ঠিক তেমন বুথের বাইরে এসে বলছেন একনম্বরে ভোট দিতে। তাঁকে বলতে শোনা যাচ্ছে কাকিমা ১ নম্বরে কিন্তু।

এই খবর নির্বাচনে কমিশনের নজরে আসার পরেই সরিয়ে দেওয়া হয় সেখানকার প্রিসাইডিং অফিসারকে। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই টিএমসিপি নেতা।

[আরও পড়ুন: ভোট দিতে গিয়ে বিধিভঙ্গের অভিযোগ! বাক যুদ্ধ বনগাঁর দুই প্রার্থীর][আরও পড়ুন: ভোট দিতে গিয়ে বিধিভঙ্গের অভিযোগ! বাক যুদ্ধ বনগাঁর দুই প্রার্থীর]

English summary
Election commission removes presiding officer of Tarakeswar booth no 110 under Arambag constituency.It is alleged that TMCP leader allegedly pressures voter to vote for TMC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X