For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টাকা ফেরতের দাবিতে পুজোতেই বিক্ষোভে এমপিএস আমানতকারীরা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মান্না
কলকাতা, ২৯ সেপ্টেম্বর: পুজোতে ওঁদের মন ভালো নেই। ওঁরা মানে এমপিএসের আমানতকারীরা। বেশি টাকা ফেরত পাওয়ার আশ্বাস পেয়ে অনেকে সর্বস্ব সঞ্চয় দিয়ে দিয়েছিলেন। এমপিএস কর্ণধার প্রমথনাথ মান্না গ্রেফতার হওয়ার পর তাই তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, দুর্গা পুজোর ক'টা দিন এজেন্টদের বাড়ির সামনে বিক্ষোভ দেখাবেন।

অল্প সময়ে টাকা দ্বিগুণ, তিনগুণ করার কথা বলে বাজার থেকে বিপুল টাকা তুলেছিল এমপিএস। সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত দিতে পারেনি তারা। কিছুদিন গা-ঢাকা দিয়েছিলেন প্রমথনাথ মান্না। তিনদিন আগেই তাঁকে গ্রেফতার করা হয়। সংস্থার ডিরেক্টর প্রবীর চন্দকেও পাকড়াও করে পুলিশ। এর পরই টাকা ফেরত পাওয়া নিয়ে ঘোর সংশয় তৈরি হয়। পরবর্তী পদক্ষেপ ঠিক করতে গতকাল দুর্গাপুরে বৈঠক করেন আমানতকারীরা। সেখানেই ঠিক হয়, টাকা ফেরত পাওয়ার দাবিতে সপ্তমীর দিন সকাল থেকে এজেন্টদের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসা হবে।

বিপুল মজুমদার, তরুণ কাঁড়ার, মধুসূদন মণ্ডল, স্বপন অধিকারীরা এক যোগে বলেন, জীবনের সব সঞ্চয় এমপিএসে রেখেছিলেন। টাকা ফেরত না পেলে পথে বসতে হবে। কেউ ছেলের পড়াশুনো, কেউ মেয়ের বিয়ে আবার কেউ বাড়ি সারাতে গচ্ছিত টাকা ব্যবহারের পরিকল্পনা নিয়েছিলেন। এখন অথৈ জলে পড়েছেন।

English summary
Duped depositors of MPS Group will stage protest during Durga Puja
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X