For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ছে করোনা, রাজ্যে জারি আংশিক লকডাউন, কী কী বন্ধ থাকছে আর খোলা থাকছে জেনে নিন

বাড়ছে করোনা, দোকান বাজার খোলার সময়ে কমানোর সিদ্ধান্ত, দমদম এলাকা সপ্তাহে ৩ দিন বন্ধ বাজার

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণ রুখতে এবার বাংলাতেও জারি হল আংশিক লকডাউন। বড়বাজার সহ শহরের একাধিক বড় পাইকারি বাজার বন্ধ রাখার সিদ্ধান্তি নিয়েছে রাজ্য সরকার। এবার দমদম এবং দক্ষিণ দমদম এলাকাতে বাজার খোলার সময় কমিয়ে দেওয়া হল। নবান্ন থেকেও বাজার খোলা রাখার সময় সীমা নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে প্রতিদিন বাজার খোলা রাখার সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। দমদম এবং দক্ষিণ দমদম এলাকায়

আংশিক লকডাউন

আংশিক লকডাউন

ভোট মিটতেই আশঙ্কা মতোই আংশিক লকডাউনের পথে হাঁটল রাজ্য সরকার। নবান্ন থেকে নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। বেধে দেওয়া হল এই নিয়ে বাজার খোলার সময় সীমা। এমনকী সিনেমা হল, সুইমিংপুল নির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হল। সকালে এবং বিকেলে কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকবে বাজার দোকান। বন্ধ করে দেওয়া হচ্ছে শপিং মলও।

বাজার বন্ধ

বাজার বন্ধ

শহরের পাইকারি বাজার আগেই বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। আজ থেকে রবিরার পর্যন্ত রাজ্যের চারটি বড় বাজার বন্ধ থাকবে। বড়বাজার, চাঁদনি চল সহ আরও দুটি বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য এই বাজার বন্ধের সিদ্ধান্ত বলে জানিয়েছে রাজ্য সরকার। তারপরেই রাজ্যে আংশিক লকডাউন ঘোষণা করে।

বন্ধ থাকছে কী কী

বন্ধ থাকছে কী কী

করোনা সংক্রমণের আশঙ্কায় নির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল শপিং মল, বিউটিপার্লার, সিনেমা হল,জিম। নির্দেশিকা জারি করল নবান্ন। নির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে স্পা। আগের মতোই সংক্রমণ কমাতে এই নির্দেশিকা জাির করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে অত্যাবশ্যকীয় পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে।

বাজারের সময় বাধা

বাজারের সময় বাধা

করোনা সংক্রমণের কারণে বাজার খোলার সময় সীমাও বেধে দেওয়া হয়েছে। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে বাজার। বিকেলে ৩টে থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে বাজার। তবে মুদির দোকান আর ওষুধের দোকানে ছাড় দেওয়া হয়েছে। দক্ষিণ দমদম এলাকায় সপ্তাহে তিনদিন বাজার বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জারি করা হয়েছে।

English summary
Due to coronavirus infection market of Dumum and south Dumum area
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X