For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'হাঁসের পরব' মনসা পূজায় এক অন্য উৎসবে মেতে ওঠে পুরুলিয়া

রাত পোহালেই মনসা পূজা।জঙ্গলমহল, পুরুলিয়ার অন্যতম বড় উৎসব।

  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই মনসা পূজা।জঙ্গলমহল, পুরুলিয়ার অন্যতম বড় উৎসব। রাঙামাটির প্রতিটি প্রান্তে ধুমধাম সহকারে হয় মনসা পূজা। এই মনসা পূজায় ছাগল ভেড়ার পাশপাশি বলি দেওয়া হয় হাঁসের। অনেকের ছাগল বা ভেড়া কেনার সামর্থ্য না থাকলেও একটি হাঁস কিনে মা মনসার কাছে বলি দেবেনই, এটাই নিয়ম।

হাঁসের পরব মনসা পূজায় এক অন্য উৎসবে মেতে ওঠে পুরুলিয়া

আর এই নিয়ম রক্ষায় জেলার প্রতিটি হাটে ছাগল, ভেড়া কেনার পাশাপাশি হাঁস কেনার ভিড় দেখা গিয়েছে। এই সময়টায় হাঁসের বাজার দর থাকে অনেক বেশি। নিয়ম রক্ষার তাগিদে তাই অগ্নিমূল্য হলেও হাঁস কিনতে ব্যস্ত ক্রেতারা। একটি হাঁসের দাম হয় ৩৫০-৪০০ টাকা।

রবিবার ভোর রাতে মা মনসার কাছে হাঁস বলি দিয়ে পরের দিন হয় ভুরিভোজ। এই দিনটাকে বলা হয় পান্না। ওই দিন জেলার হাট বাজার থাকে বন্ধ। যান বাহন চলাচল তুলনামূলক কম থাকে। মনসা পূজাকে তাই পুরুলিয়ার মানুষ 'হাঁসের পরব' বলে থাকেন। মনসা পূজার পরের দিন অর্থাৎ সোমবার তাই বনধের চেহারা নেবে জঙ্গলমহল পুরুলিয়া। তার আগে জোর কদমে চলল হাঁস বিক্রি।

English summary
duck sale on high on Manasa Puja in Purulia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X