For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাজে বাধা নয়! পুজো উদ্বোধনে গিয়ে প্রচ্ছন্ন 'হুঁশিয়ারি' রাজ্যপালের

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে পুজোর উদ্বোদনে গিয়ে বলেছিলেন প্রত্যেকটা মানুষের উচিত নিজের সীমায় থাকা। আর এবার উত্তর ২৪ পরগনার পলতায় গিয়ে বললেন, তাঁর কাজে বাধা দিলে তিনি ভাল ভাবে নেবেন না।

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে পুজোর উদ্বোদনে গিয়ে বলেছিলেন প্রত্যেকটা মানুষের উচিত নিজের সীমায় থাকা। আর এবার উত্তর ২৪ পরগনার পলতায় গিয়ে বললেন, তাঁর কাজে বাধা দিলে তিনি ভাল ভাবে নেবেন না। পুজো উদ্বোধনের ফাঁকে তিনি বলেন, দেশের সংবিধান মেনে তিনি যে শপথ নিয়েছেন, তা তিনি সঠিকভাবে পালন করবেন।

 কাজে বাধা নয়! পুজো উদ্বোধনে গিয়ে প্রচ্ছন্ন হুঁশিয়ারি রাজ্যপালের

পুজোর উদ্বোধনের ফাঁকে তিনি দুটি কথা মনে করিয়ে দেন। রাজ্যপাল বলেন, তাঁর কাজ হল সংবিধানকে রক্ষা করা আৎ পশ্চিমবঙ্গের মানুষের সেবা করা। তাঁকে কাজে বাধা দেওয়া থেকে বিরত থাকতেও অনুরোধ জানান রাজ্যপাল জগদীপ ধনকর।

পঞ্চমীতে সোনারপুরে গিয়েছিলেন রাজ্যপাল। রাজপুর নবারুণ সঙ্ঘ, সোনারপুর সর্বজনীন এবং জগদ্দল সর্বজনীনের উদ্বোধন করেন। প্যান্ডেলের কাজ দেখে মুগ্ধ হয়েছিলেন রাজ্যপাল। তিনি বলেছিলেন, এই ধরনের কাজ দেখে বোঝা যায় মানুষর শিল্পের সঙ্গে কীভাবে একাত্ম হয়েছেন। এই সময়ই তাঁকে রাজ্যবাসীর প্রতি বার্তা কথা বলা হয়। সেই সময় তিনি বলেন, প্রত্যেকটা মানুষের উচিত নিজের সীমায় থাকা। সীমার বাইরে গেলে তাঁকে আটকানো উচিত। সমস্ত রাজ্যবাসীর একত্রিত হয়ে সীমার মধ্যে থাকা উচিত বলেও মন্তব্য করেছিলেন রাজ্যপাল।

English summary
Don't interrupt in his work, Governor Jagdeep Dhankhar told after inaugurating Durga Puja
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X