For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনআরএস-কাণ্ডের জের, সরকারি-বেসরকারি সমস্ত হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধ

এনআরএস-কাণ্ডের জেরে রাজ্যে আউটডোর পরিষেবা বন্ধ থাকবে বুধবার দিনভর। বুধবার সকাল ন’টা থেকে রাত ন’টা পর্যন্ত বন্ধ থাকবে এই পরিষেবা।

Google Oneindia Bengali News

এনআরএস-কাণ্ডের জেরে রাজ্যে আউটডোর পরিষেবা বন্ধ থাকবে বুধবার দিনভর। বুধবার সকাল ন'টা থেকে রাত ন'টা পর্যন্ত বন্ধ থাকবে এই পরিষেবা। জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর সংগঠন এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এমারজেন্সি পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে।

এনআরএস-কাণ্ডের জের, সরকারি-বেসরকারি সমস্ত হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধ

সোমবার রাত থেকেই স্বাস্থ্য পরিষেবা পৌঁছে গিয়েছে তলানিতে। বুধবার তা আরও সাংঘাতিক রূপ নিতে পারে সরকারি ও বেসরকারি হাসপাতালে। ছটি ডক্টর্স সংগঠন মিলিত হয়ে এই সিদ্ধান্ত নেওয়ায় রাজ্যজুড়েই সরকারি ও বেসরকারি সমস্ত হাসপাতালের পরিষেবা তলানিতে পৌঁছতে চলেছে। সিনিয়র ডাক্তাররাও এই মর্মে জুনিয়রদের সমর্থন করেছেন।

জুনিয়র ডাক্তাররা রোগীর পরিবারের হাতে প্রহৃত হয়েছেন। দুজন ডাক্তার হাসপাতালে ভর্তি, তাঁদের অবস্থা স্থিতিশীল। এই অবস্থায় নিরাপত্তা নিশ্চিত না হলে কাজ বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স ফোরাম। এরপর দফায় দফায় বৈঠক করেও সমাধান সূত্র মেলেনি। ডাক্তাররা তাঁদের সিদ্ধান্ত অনড় থেকেছেন।

বিক্ষোভরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, জুনিয়র ডাক্তারদের দাবি-দাওয়া নিয়ে কথা হয়েছে। তাঁদের পাশে রয়েছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আশ্বাস দিয়েচেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

English summary
Doctors forum decides to close outdoor service in government and private hospital. Government and Private Hospital’s outdoor is closed on Wednesday,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X