For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের পঞ্চায়েত নির্বাচন! এবার কুরুক্ষেত্রে সঞ্জয় নয়, গাণ্ডীব হাতে অর্জুন হবেন দিলীপ

রাজ্যে ফের পঞ্চায়েত ভোটের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি মনে করেন, সুপ্রিম কোর্টে যে মামলা চলছে, তাতে ফের রাজ্যে কিছু আসনে পঞ্চায়েত ভোট হতে পারে।

Google Oneindia Bengali News

রাজ্যে ফের পঞ্চায়েত ভোটের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি মনে করেন, সুপ্রিম কোর্টে যে মামলা চলছে, তাতে ফের রাজ্যে কিছু আসনে পঞ্চায়েত ভোট হতে পারে। আর তাহলে রাজ্যে আর এক কুরুক্ষেত্র বাধবে। বিজেপি তার জন্য তৈরি আছে। এবার সঞ্জয়ের মতো কুরুক্ষেত্র যুদ্ধ বসে বসে দেখবে না বিজেপি, এবার গাণ্ডীব হাতে অর্জুনের ভূমিকা পালন করবেন তাঁরা।

ফের পঞ্চায়েত নির্বাচন! এবার কুরুক্ষেত্রে সঞ্জয় নয়, গাণ্ডীব হাতে অর্জুন হবেন দিলীপ

দেশজুড়ে যখন সাধারণ নির্বাচনের হাওয়া উঠে গিয়েছে, তখনই ফের রাজ্যে পঞ্চায়েত সম্ভাবনার কথা তুলে ধরলেন দিলীপ ঘোষ। আসানসোলে বিজেপির দুদিনের বিশেষ বৈঠকে দিলীপ ঘোষ বলেন, ৩৪ শতাংশ আসনে ভোট হয়নি। পঞ্চায়েতে জোট করে জিতেছে তৃণমূল। নোমিনেশন করতে দেওয়া হয়নি। তবু আমরা ময়দান ছাড়িনি। আমরা দাঁতে দাঁত চেপে লড়েছি। তার ফলও পেয়েছি।

দিলীপ ঘোষ অভিযোগ করেন, জঙ্গলমহল থেকে প্রায় তৃণমূলশূন্য করেছি। আমরা প্রায় ছহাজার আসনে জিতেছি পঞ্চায়েতে। আবার যদি পঞ্চায়েত নির্বাচন হয় এবং তা সুষ্ঠুভাবে নির্বাচন হয়, তাহলে বিজেপি অর্ধেকেরও বেশি আসনে জয়ী হবে। ফের যদি পঞ্চায়েত নির্বাচনের পরিস্থিতি তৈরি হয় বিজেপি গাণ্ডীব তুলে নিতে দুবার ভাববে না।

[আরও পড়ুন:বাংলার ভাগ্য পরিবর্তন ২০১৯ ও ২০২১-এ! 'আর একবার মোদী সরকার' স্লোগান দিলীপের][আরও পড়ুন:বাংলার ভাগ্য পরিবর্তন ২০১৯ ও ২০২১-এ! 'আর একবার মোদী সরকার' স্লোগান দিলীপের]

এদিনই তিনি মন্তব্য করেন, ২০১৯ ও ২০২১-কে বাংলার ভাগ্য পরিবর্তনের সাল। ২০১৯-এ আমরা ২২টি আসন টার্গেট করেছি। মোদীর সভার আগে যে রথযাত্রার আয়োজন করা হয়েছে, সেখানে স্লোগান হবে আর একবার মোদী সরকার। তবে শুধু ২০১৯-এই নয় ২০২১-এর দিকেও সমান নজর দিয়েছি আমরা। ২০২১-এর টার্গেট বাংলায় পরিবর্তন আনা। এই দুই সালকে আমরা বাংলার ভাগ্য পরিবর্তনের বছর হিসেবে দেখছি।

[আরও পড়ুন:'অশ্বমেধে'র চার রথ মিশবে মোদীর সভায়, ঐতিহাসিক ব্রিগেডের পরিকল্পনা বিজেপির][আরও পড়ুন:'অশ্বমেধে'র চার রথ মিশবে মোদীর সভায়, ঐতিহাসিক ব্রিগেডের পরিকল্পনা বিজেপির]

English summary
BJP state president Dilip Ghosh will be Arjun of Kurukhetra if again Panchayat Election announces. He warns TMC to win half of Panchayat seats.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X