For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলের অনেকেই তৃণমূলের 'পথে'! পদাধিকারীদের হুঁশিয়ারি দিয়ে বার্তা দিলেন দিলীপ ঘোষ

নীতি ও আদর্শ নিয়ে দলের কর্মীদের সতর্ক করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই মুহূর্তে তিনি রাজ্যের পশ্চিমের জেলাগুলি সফরে রয়েছে। পুরুলিয়ায় তিনি বলেছেন, দলের নীতি ও আদর্শ ছেড় দিয়ে তৃণমূলের পথে হাঁ

  • |
Google Oneindia Bengali News

নীতি ও আদর্শ নিয়ে দলের কর্মীদের সতর্ক করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই মুহূর্তে তিনি রাজ্যের পশ্চিমের জেলাগুলি সফরে রয়েছে। পুরুলিয়ায় তিনি বলেছেন, দলের নীতি ও আদর্শ ছেড় দিয়ে তৃণমূলের পথে হাঁটলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

করোনার প্রভাবে চাকরি হারিয়েছেন ১২.২ কোটি ভারতবাসী, সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্যকরোনার প্রভাবে চাকরি হারিয়েছেন ১২.২ কোটি ভারতবাসী, সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

পুরুলিয়ায় জেলা পদাধিকারীদের নিয়ে বৈঠক

পুরুলিয়ায় জেলা পদাধিকারীদের নিয়ে বৈঠক

এই সফরকালে তিনি বিভিন্ন জেলার পদাধিকারীদের নিয়ে বৈঠক করছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পুরুলিয়ায় সেই জেলার ৪৮ টি মণ্ডল সভাপতি, জেলার মোর্চা সভাপতি ও জেলা কমিচির পদাধিকারীদের নিয়ে বৈঠক করে দিলীপ ঘোষ।

জনসংযোগ ও কেন্দ্রের কর্মসূচি প্রচারে যোগ

জনসংযোগ ও কেন্দ্রের কর্মসূচি প্রচারে যোগ

স্বাভাবিকভাবে দিলীপ ঘোষ, জনসংযোগে জোড় দিয়েছেন। মানুষের পাশে দাঁড়াতেও জোর দিয়েছেন তিনি। পাশাপাশি কেন্দ্রের প্রকল্পগুলির কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরার পরামর্শ দিয়েছেন তিনি।

কাজ করতে না পারলে সরে দাঁড়ান

কাজ করতে না পারলে সরে দাঁড়ান

দিলীপ ঘোষ বলেন দলের কাজে শিথিলতা বরদাস্ত করা হবে না। তিনি বলেন, কোনও রেয়াত করা হবে না, কাজ করতে না পারলে পদ থেকে সরে দাঁড়ান। তিনি বলেছেন, কাজে ফাঁকি দেওয়া যাবে না। যদি কেউ কাজ করতে না পারেন, জায়গা ছেড়ে দিন, অনেক লোক আছে। বুথ স্তর থেকে মণ্ডল স্তর পর্যন্ত কাজের খতিয়ান জেলায় পাঠানোর নির্দেশও তিনি দিয়েছেন।

দুর্নীতিবাজদের ঠাঁই নেই

দুর্নীতিবাজদের ঠাঁই নেই

হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেছেন, তোলাবাজির অভিযোগ প্রমাণিত হলেও পদ খোয়াতে হতে পারে। তিনি পরিষ্কার জানিয়ে দেন, দুর্নীতিবাজজের ঠাঁই নেই দলে। পরিষ্কার জানিয়েদেন, দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য বার্তা দেওয়া হয়েছে জেলা সভাপতিকে।

English summary
Dilip Ghosh warns party leaders against corruption
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X