For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য বিজেপিতে স্বার্থহানির অভিযোগ নিয়ে জবাব দিলীপ ঘোষের! উঠে এল 'মুকুলদা'র কথা

রাজ্য বিজেপিতে স্বার্থহানির অভিযোগ নিয়ে জবাব দিলেন দিলীপ ঘোষ! উঠে এল মুকুলদার কথা

  • |
Google Oneindia Bengali News

সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার তলবে দিল্লি গিয়ে সাংবাদিক সম্মেলন করে যাবতীয় জল্পনার অবসান ঘটালেন দিলীপ ঘোষ। তিনি দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, মুকুলদা বিজেপিতে আছেন, থাকবেন। পাশাপাশি তিনি বলেন, দলের কারও স্বার্থহানি করেননি।

 মুকুলদা বিজেপিতে আছেন, থাকবেন

মুকুলদা বিজেপিতে আছেন, থাকবেন

এদিন দিলীপ ঘোষ বলেন, মুকুলদা বিজেপিতে আছেন থাকবেন। উনি(মুকুল রায়) নিজে বলেছেন থাকবেন। এব্যাপারে বেশ কিছুদিন ধরে মুকুল রায়কে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে জল্পনা ছড়ায়। তিনি তৃণমূলে যেতে পারেন বলেও নানা মন্তব্য উঠে আসে। এদিন দিলীপ ঘোষের এই মন্তব্যের জেরে আপাতত জল্পনার অবসান ঘটল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

জল্পনার শেষ ঘটনা গত মাসের শেষে

জল্পনার শেষ ঘটনা গত মাসের শেষে

গতমাসের শেষ সপ্তাহে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়ের বাড়িতে বিজেপির বৈঠক হয়। সেখানে পশ্চিমবঙ্গ নিয়ে রিপোর্ট পেশ করেন সর্বভারতীয় সম্পাদক(সংগঠন) শিবপ্রকাশ। সেখানে নাকি বলা হয়েছিল এই মুহুর্তে ভোট হলে বিজেপি রাজ্যে ১৯০ আসন পাবে।
সূত্রের খবর অনুযায়ী, মুকুল রায় এই রিপোর্ট নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি দলের সংগঠন নিয়ে মুখ খোলেন। এই মুহুর্তে ভোট হলে বিজেপি কতগুলি বুথে এজেন্ট দিতে পারবে না সেই তথ্যও নাকি তুলে ধরেন। বৈঠকে বিষয়টি নিয়ে মুকুল রায়ের সঙ্গে দিলীপ ঘোষের বাদানুবাদ হয় বলেই সূত্রের খবর।

দলে কারও স্বার্থহানি করিনি, দাবি দিলীপের

দলে কারও স্বার্থহানি করিনি, দাবি দিলীপের

এদিন সাংবাদিকরা দিলীপ ঘোষকে প্রশ্ন করেন তিনি দলে একা ছড়ি ঘোরাচ্ছেন বলে সংবাদ মাধ্যমে এক বিজেপি সাংসদের নাম করে অভিযোগ উঠে এসেছে। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তিনি দলে কারও স্বার্থহানি করেননি, কিংবা কাজে বাধাও দেননি।

প্রসঙ্গত গতমাসের শেষ সপ্তাহে কৈলাশ বিজয়বর্গীয়ের বাড়িতে হওয়া বৈঠকে নাকি মুকুল রায় দিলীপ ঘোষ ছাড়াও সুব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন। তিনি নাকি অভিযোগ করেছিলেন রাজ্যের সংগঠনকে এই দুই নেতা কুক্ষিগত করে রেখেছেন। কোনও কাজে নিজেদের অনুগত ছাড়া আর কারও মত নেওয়া হয় না বলেও মুকুল রায় নাকি অভিযোগ তোলেন।

রাজ্য সরকারের ইনফর্মারের কাজ করছে পুলিশ

রাজ্য সরকারের ইনফর্মারের কাজ করছে পুলিশ

দিলীপ ঘোষ এদিন প্রশাসনের বিরুদ্ধেও একহাত নিয়েছেন। তিনি অভিযোগ করেছেন রাজ্য সরকারের ইনফর্মারের কাজ করছে পুলিশ। তিনি আরও অভিযোগ করে বলেন, তথ্য চাইলেন দেয় না রাজ্য সরকার।

জেতার জন্য যা খুশি করতে পারে তৃণমূল

জেতার জন্য যা খুশি করতে পারে তৃণমূল

খানাকুলে পুলিশের সামনে বিজেপি নেতাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, জেতার জন্য যা খুশি করতে পারে তৃণমূল। প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচন হোক কিংবা লোকসভা নির্বাচন, বীরভূম জেলা তৃণমূল সভাপতি কখনও গুড়-বাতাসা, কখনও নকুলদানা, কখনও পাচন শলাকার নিদান দিয়েছিলেন। যা ভোটের দিন গিয়ে বোঝা যায়। এবারও অনুব্রত মণ্ডল বলেছেন, ওষুধের কথা তিনি পুজোর পর ঘোষণা করবেন।

লক্ষ্য ২০২১! কোটি কোটি মহিলা ভোটারের জন্য তৃণমূলের নতুন কর্মসূচিলক্ষ্য ২০২১! কোটি কোটি মহিলা ভোটারের জন্য তৃণমূলের নতুন কর্মসূচি

English summary
Dilip Ghosh responds to the allegation of self-interest in the state BJP and says Mukul Roy will be in Party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X