For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলকে স্বাগত জানাতে তৈরি বিজেপি! ইস্তফার পর সুস্পষ্ট ইঙ্গিত দিলীপের কথায়

মুকুল রায় তাঁদের দলে এলে লাভবানই হবেন তাঁরা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কৌশলী মন্তব্য, মুকুল রায়ের মতো নেতা যে দলে যাবেন, সে দলই লাভবান হবেন।

  • |
Google Oneindia Bengali News

মুকুল রায়ের দলত্যাগকে তৃণমূলের গৃহযুদ্ধ বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। সেইসঙ্গে তিনি জানিয়ে দিলেন মুকুল রায় তাঁদের দলে এলে লাভবানই হবেন তাঁরা। তাঁকে স্বাগত জানানোর জন্য যে বিজেপি প্রস্তুত, তাও বুঝিয়ে দিলেন তিনি। বুধবার মুকুল রায় দল ও রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার পর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, মুকুল রায়ের মতো নেতা যে দলে যাবেন, সেই দলই উপকৃত হবে।

মুকুলকে স্বাগত জানাতে তৈরি বিজেপি! ইস্তফার পর সুস্পষ্ট ইঙ্গিত দিলীপের কথায়

এদিন পার্থ চট্টোপাধ্যায়ের করা মন্তব্যের কঠোর সমালোচনা করে মুকুল রায়ের পাশেই দাঁড়াতে দেখা যায় দিলীপ ঘোষকে। তিনি বলেন, 'পার্থবাবু যে বলছেন, মুকুল গিয়েছে বাঁচা গিয়েছে। মুকুল রায় যদি দলে কাঁটা ছিলেন, তাহলে আগে তাঁকে সরিয়ে দিল না কেন তৃণমূল? আসলে মুকুল রায় দল ছাড়ায় সাময়িক স্বান্ত্বনা পেতেই ওইসব বলছেন পার্থবাবু।'

দিলীপবাবুর কথায়, 'এখন মুকুল রায় দল ছেড়েছেন। নিজের আদর্শ নিয়ে লড়াই চালাচ্ছেন। তিনি যদি প্রস্তাব দেন, আমরা নিশ্চয়ই ভেবে দেখব, তাঁর প্রস্তাব। আসলে মুকুল রায় এখনও ঝুলে রয়েছেন। তিনি কী করবেন, কোন দলে যাবেন, সেই সিদ্ধান্ত তাঁকেই নিতে হবে।' এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, 'আমরা রাজ্যে সংগঠন সাজানোর কাজ শুরু করে দিয়েছি। যে কাজ আমরা শুরু করেছি, সেই কাজ কারও মতাদর্শের সঙ্গে যদি মিলে যায়, তাহলে তাঁকে স্বাগত জানানো যেতেই পারে। আমরা সেটা ভেবে দেখবও।'

তিনি বলেন, 'উনি পদত্যাগ করবেন বলেছিলেন, পদত্যাগ করেছেন। উনি ওনার কথা রেখেছেন। এখন পরবর্তী পদক্ষেপের জন্য ভাবার অবকাশ চাইছেন। তারপর যে দলটা নিজে হাতে তৈরি করেছিলেন, সেই দলটা ছেড়ে আসতে হয়েছে, তাঁকে সামলে নেওয়ার সময় দিতে হবে।'

প্রসঙ্গত দিলীপ ঘোষ বলেন, 'দলটার তো আদলে নীতি-নৈতিকতা কিছুই ছিল না। আজও নেই। তাই কখনও কংগ্রেস ও কখনও বিজেপির হাত ধরেছে। নিজেদের স্বার্থ বুঝে নির্বাচন এলেই অবস্থান বদলায়। তৃণমূলে ক্ষমতা দখলটাই আসল উদ্দেশ্য। সেইমতোই চলছে তৃণমূল। ঠিকই বলেছেন মুকুল রায়।'

English summary
Dilip Ghosh indicates Bjp is prepared to welcome Mukul Roy,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X