For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল কংগ্রেস ছাড়ার জন্য মুখিয়ে আছেন ওঁরা, সভাপতি পুনর্নির্বাচিত হয়েই ‘কৌশলী’ দিলীপ

তৃণমূল ছাড়ার জন্য মুখিয়ে আছেন ওঁরা, সভাপতি পুনর্নির্বাচিত হয়েই ‘কৌশলী’ দিলীপ

  • |
Google Oneindia Bengali News

বিজেপি রাজ্য সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন দিলীপ ঘোষ। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বুঝিয়ে দিয়েছে, তাঁরা দিলীপ ঘোষের আক্রণাত্মক নীতিতেই ভরসা রাখছে। এই পথেই সাফল্য আসবে বলে তাদের বিশ্বাস। আর কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে এই ভরসা পেয়ে দিলীপ ঘোষ টার্গেট করলেন তৃণমূল কংগ্রেসকে।

না চাইতেই তো আমরা কুড়িয়ে পাচ্ছি

না চাইতেই তো আমরা কুড়িয়ে পাচ্ছি

দিলীপ ঘোষ বলেন, আমাদের ইতিবাচক দিক হল, আমাদের হারাবার কিছু নেই। যা পাবো সেটাই লাভ। আর না চাইতেই তো আমরা কুড়িয়ে পাচ্ছি। সামনেই পুরসভা নির্বাচন। রাজ্যের শাসক দল থেকে দুই তাবড় মেয়র আমাদের দলে যোগ দিয়েছেন। ফলে আমাদের চিন্তার কী আছে।

তৃণমূল ছাড়ার জন্য অনেকে মুখিয়ে আছে

তৃণমূল ছাড়ার জন্য অনেকে মুখিয়ে আছে

দিলীপ ঘোষ বলেন, তৃণমূল ছাড়ার জন্য অনেকে মুখিয়ে আছে। টিএমসিতে এখন অনেকে পালাতে পারলে বাঁচে। শুধু সুযোগ খুঁজছে পালানোর। অপেক্ষা করুন, কতকিছু দেখতে পাবেন। তাই ওসব নিয়ে ভাবছি না। তৃণমূলকে সঠিক সময়েই প্রত্যাঘাত করতে আমরা প্রস্তুত।

মুখ্যমন্ত্রী প্রশ্নে তাৎপর্যপূর্ণ উত্তর দিলীপের

মুখ্যমন্ত্রী প্রশ্নে তাৎপর্যপূর্ণ উত্তর দিলীপের

সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে পুরসভা নির্বাচন হবে রাজ্যে। সদ্য দিলীপ রাজ্য সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন। স্বাভাবিকভাবেই তাঁর কাছে প্রশ্নটা উঠে পড়ল। আপনি কি এবার পাখির চোখ করছে মুখ্যমন্ত্রীর কুর্সি। তাৎপর্যপূর্ণ উত্তর দিলেন দিলীপ ঘোষ। তিনি কী পছন্দ করেন, কী করতে চান তা জানিয়ে দিলেন তিনি।

কে বসবেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে

কে বসবেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে

তিনি বলেন, বিজেপি আজ জেতার মতো জায়গায় এসেছে বলেই কথা উঠছে কে বসবেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে। আর আমি বলছি, বিজেপি যদি জেতে, তা ঠিক করবে দলই। আমি দলের সভাপতি আমার কাজ দলের সংগঠনটা ভালো করে করা। তা-ই করব, সেটাই করতে চাই।

বিজেপি বাংলায় ৪১ শতাংশ

বিজেপি বাংলায় ৪১ শতাংশ

দিলীপ ঘোষ বলেন, আমরা লড়াইয়ে আছি। তাই আমরা এখন বাংলায় ৪১ শতাংশে পৌঁছেছি। আর তৃণমূল মাত্র দুই শতাংশ দূরে। তাই আমরা জয়ের কথা ভাবতেই পারি। আসন্ন লড়াইয়ে দলকে সেই জায়গায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমাদের হারাবার কিছু নেই। বরং এই লড়াইয়ে চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ই।

২০২১-এ টিকে গেলেও ২০২৪-এ তৃণমূলের কী হাল হবে! বর্ণনা করলেন দিলীপ ঘোষ২০২১-এ টিকে গেলেও ২০২৪-এ তৃণমূলের কী হাল হবে! বর্ণনা করলেন দিলীপ ঘোষ

English summary
Dilip Ghosh increases speculation to break TMC before Assembly Election 2021. He does significant comment after elected 2nd tern president
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X