For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেআইনি লেনদেনের নামে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ফায়দা হবে না তৃণমূলের, সাফাই দিলীপের

বেআইনি টাকা লেনদেনের মিথ্যা অভিযোগে বিজেপি নেতাদের ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Google Oneindia Bengali News

বেআইনি টাকা লেনদেনের মিথ্যা অভিযোগে বিজেপি নেতাদের ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পঞ্চায়েত ভোটের আগে এই কায়দায় তৃণমূল ভোটের ময়দান ফাঁকা করতে চাইছে। আসন্ন পঞ্চায়েত ভোটে জিততে নোংরা উপায় অবলম্বন করেছে বলেও অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির।

বেআইনি লেনদেনের নামে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ফায়দা হবে না তৃণমূলের, সাফাই দিলীপের

[আরও পড়ুন:ভোটের আগে ভেটের টাকা! পুলিশের জালে মুকুলের তিন ছায়াসঙ্গী, বেকায়দায় বিজেপি ][আরও পড়ুন:ভোটের আগে ভেটের টাকা! পুলিশের জালে মুকুলের তিন ছায়াসঙ্গী, বেকায়দায় বিজেপি ]

আলিপুরদুয়ারের একটি জনসভা থেকে দিলীপবাবু বলেন, বিজেপির একের পর এক নেতাকে গ্রেফতার করে তৃণমূল ভাবছে ফাঁকা মাঠে গোল দেবে। তা হবে না। বিজেপি এবার তৈরি। পঞ্চায়েত ভোট মিটলেই তা বুঝতে পারবে তৃণমূল। তিনি এদিন সরাসরিই চ্যালেঞ্জ ছুড়ে জানিয়ে দেন, তাঁরা প্রমাণ করে দেবেন বিজেপি নেতা-কর্মীদের মিথ্যা মামলা ফাঁসানো হচ্ছে।

তিনি আরও জানান, নির্বাচন কমিশনে আমরা কড়ায়-গন্ডায় হিসাব দিয়ে দেব। বিজেপি বেআইনি টাকা লেনদেন করেনি। পার্টি ফান্ডের টাকা আমরা ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন করি। এই যে প্রচার চলছে, ডেকরেটার্স-মাইকিংয়ের টাকা মেটানোর জন্য ওই টাকা তুলে আনা হচ্ছিল। তখনই পরিকল্পিতভাবে আমাদের নেতাদের ফাঁসানো হয়েছে।

দু-লক্ষ টাকার বেশি একসঙ্গে বহন করা আয়কর আইনের বিরোধী, তা জেনেও কেন এই কাজ করা হল? বিজেপি রাজ্য সভাপতি এই প্রশ্নের প্রেক্ষিতে বলেন, পঞ্চায়েত নির্বাচন একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছে। টাকা প্যান্ডেলের খরচ-সহ বিভিন্ন বকেয়া মেটানোর ছিল। এখানে বেআইনি লেনদেনের কোনও প্রশ্নই ছিল না।

[আরও পড়ুন: উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি! সংঘর্ষে আহত দুদলের ১০ কর্মী-সমর্থক][আরও পড়ুন: উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি! সংঘর্ষে আহত দুদলের ১০ কর্মী-সমর্থক]

English summary
BJP state president Dilip Ghosh gives challenge to TMC regarding illegal dealing. Bjp is in very much trouble having arrested three leaders before Panchayat Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X