For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মা-বাবার ঠিক নেই ওঁদের, মমতা-রাহুলকে বিতর্কিত মন্তব্যে জবাব দিলীপ ঘোষের

পাকিস্তানের ভাষায় কথা বলেন মমতা-রাহুল, আর দিলীপ জবাব দেন বিতর্কিত মন্তব্যে

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের ভাষায় কথা বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নাগরিকত্ব আইন নিয়ে ভুল বোঝাচ্ছে তাঁরা। আমাদের মা বাবার ঠিক আছে, যাদের মা-বাবার ঠিক নেই তারাই ভুল বোঝাচ্ছে মানুষকে। নাগরিক আইনের সমর্থনে হাওড়ার জনসভা থেকে ফের এই ভাষাতেই গর্জে উঠলেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ মানেই যে বিতর্ক, ফের প্রমাণিত

দিলীপ ঘোষ মানেই যে বিতর্ক, ফের প্রমাণিত

দিলীপ ঘোষ মানেই যে বিতর্ক, তা আবার একবার প্রমাণ করল তাঁর এই ধরনের কথা। বেশ কিছুদিন ধরেই দিলীপ ঘোষের গুলি করে মারার বক্তব্য নিয়ে বিতর্ক চলছিল। তারপর তিনি বাংলাকে দেশদ্রোহীদের গড় বলে মন্তব্য করেন। বৃহস্পতিবার তিনি টানা দ্বিতীয়বার সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন।

হাওড়ার নাগরিক আইনের সমর্থনে দিলীপ ঘোষ

হাওড়ার নাগরিক আইনের সমর্থনে দিলীপ ঘোষ

এদিন দিলীপ ঘোষ যখন হাওড়ার নাগরিক আইনের সমর্থনে জনসভা করছেন, তখন বুদ্ধিজীবীরা কলকাতায় প্রতিবাদ মিছিল করেন। হাওড়ার জনসভা থেকে তিনি বুদ্ধিজীবীদেরও একহাত নেন। তাঁর কথায়, বুদ্ধিজীবী নামের প্রাণীরা হলেন পরজীবী। তাঁরা মাথায় কাঁঠাল ভেঙে খান এই বুদ্ধিজীবীরা। তাঁরা কোথায় ছিলেন যখন বাংলাদেশের উগ্রপন্থী মুসলমানেরা বাংলাদেশে অত্যাচার চালিয়েছিল।

অনুপ্রবেশকারী মুসলমানেরা বাংলায় অশান্তি করছে

অনুপ্রবেশকারী মুসলমানেরা বাংলায় অশান্তি করছে

দিলীপ ঘোষ বলেন, অনুপ্রবেশকারী মুসলমানেরা বাংলায় অশান্তি করছে। তাঁদের অনেকে আবার তৃণমূলের সদস্য। তাঁরাই অশান্তির মূলে। তবে তৃণমূল পার্টিটা থাকবে না। ২০২১-এই ওঁদের পার্টিতে ঝাড়লণ্ঠন ঝুলে যাবে। আর যদিও বা টিএমসি পার্টি টিকে যায়। ২০২৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে দিল্লি যাওয়ার লোক থাকবে না।

২০২৪-এ ২টো আসন পাবে কি না সন্দেহ

২০২৪-এ ২টো আসন পাবে কি না সন্দেহ

দিলীপ বলেন, ২০১৯-এ ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান তুলেছিলেন- ২০১৯ বিজেপি ফিনিশ। আমি বলেছিলেন ২০১৯, দেখে নেবেন বিজেপি কী জিনিস। এন দেখছেন তো বিজেপি কী জিনিস। তৃণমূল ৪২-এ ৪২ বলেছিল, পেয়েছে কোনওরকমে ২। ২০২৪-এ ২টো আসন পাবে কি না সন্দেহ।

দিলীপের পাখির চোখ কি মুখ্যমন্ত্রীর কুর্সি! দ্বিতীয়বার সভাপতির পদে বসে জানালেন ইচ্ছাদিলীপের পাখির চোখ কি মুখ্যমন্ত্রীর কুর্সি! দ্বিতীয়বার সভাপতির পদে বসে জানালেন ইচ্ছা

English summary
Dilip Ghosh again does controversial comment and slams Mamata ane Rahul. He increases controversy again to attack Mamata Banerjee and Rahul Gandhi,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X