For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুস্টার ডোজ দিতে চেয়ে কোনও ফোন আসেনি তো? বিপদে পড়তে না চাইলে অবশ্যই পড়ুন প্রতিবেদনটি

করোনা সংক্রমণ ঠেকাতে বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে কেন্দ্র! আর সেখানেই বড়সড় জালিয়াতি! আর সেই জালিয়াতির মধ্যে জড়িয়ে না পড়েন সেদিকে নজর রেখে সতর্ক করল কলকাতা পুলিশ। একই সঙ্গে কি করবেন সেই বার্তাও দেওয়া হল পুলিশের তরফে। ফলে

  • |
Google Oneindia Bengali News

করোনা সংক্রমণ ঠেকাতে বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে কেন্দ্র! আর সেখানেই বড়সড় জালিয়াতি! আর সেই জালিয়াতির মধ্যে জড়িয়ে না পড়েন সেদিকে নজর রেখে সতর্ক করল কলকাতা পুলিশ। একই সঙ্গে কি করবেন সেই বার্তাও দেওয়া হল পুলিশের তরফে। ফলে অবশ্যই সাবধান হওয়াটা প্রয়োজন। ভাবছেন তো কিসেই জালিয়াতি?

বিপদে পড়তে না চাইলে অবশ্যই পড়ুন প্রতিবেদনটি

বুস্টার ডোজ পেতে চান? গ্রাহকদের এমন বিষয়ে জানতে চেয়ে ফোন করছেন প্রতারকরা। আর তা নেওয়ার জন্যে ইচ্ছাপ্রকাশ করলেই ফেঁসে গেলেন প্রতারকদের জালে। কীভাবে? কলকাতা পুলিশ এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি টুইট করেছে।

সেখানে বলা হয়েছে, ফোনের এপারে থাকা কোনও গ্রাহক করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেই ফোনে একটি লিঙ্ক পাঠাচ্ছে প্রতারকরা। আর সেই লিঙ্কে ক্লিক করলেই একটি ওটিপি জেনারেট হচ্ছে। আর তা জানতে চাইছে প্রতারকরা।

আর তা দেওয়ার সঙ্গে সঙ্গে খালি হয়ে যাবে অ্যাকাউন্ট। গ্রাহককে বোঝার সময়েই দেওয়া হবে না, এর মধ্যে সমস্ত প্রতারকদের কাছে। বুস্টার ডোজ দেওয়ার নামে সম্প্রতি এমনই প্রতারণার জ্বাল ছড়িয়েছে প্রতারকরা। আর তা জানতে পেরেই সাধারণ মানুষকে সতর্ক করল কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ দমন শাখা) মুরলীধর শর্মা এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি টুইট করেছেন। আর সেই টুইটে স্পষ্ট লেখা রয়েছে, বুস্টার ডোজ দেওয়ার নামে প্রতারণার জাল ছড়িয়েছে প্রতারকরা। আর সেই প্রতারণার জালে জড়ালেন মুহূর্তে অ্যাকাউন্ট খালি হয়ে যাবে বলে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে ভুলেও ওটিপি না শেয়ার করার বার্তা পুলিশ কর্তার।

দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর গতিতে বাড়ছে। ব্যাপক ভাবে আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে প্রথমসারির করোনা যোদ্ধারা। এই অবস্থায় গত ১০ তারিখ থেকে বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু হয়েছে। করোনা যোদ্ধা থেকে ৬০ বছরের উপরে বয়স্ক মানুষরাও এই ডোজ নিতে পারবেন।

তদন্তকারীরা বলছেন, প্রতারকারা বেছে বেছে বয়স্কদের লোকেদেরকেই টার্গেট করছে। তাতে সহজেই প্রতারণার জালে ফাঁসানো যায়। আর এখানেই পুলিশ সতর্ক করছে মানুষকে। বয়স্ক নাগরিক থেকে সাধারণ মানুষ, সবারই জেনে রাখা ভাল সরকারি কর্মী কিংবা আধিকারিকরা কখনই ভ্যাকসিনের স্লট বুকিং-এর জন্য বাড়িতে ফোন করবেন না। এছাড়া তা কোনও ফোন কলের মাধ্যমেও হয় না। কোভিড ভ্যাকসিনের স্লট বুক করার এক এবং একমাত্র উপায় হল কোউইন অ্যাপ।

কাউকে কোউইন অ্যাপ ব্যবহার করতে গেলে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে কিংবা আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করতে হবে। কোনওভাবেই কোনও ওটিপি কখনও শেয়ার করা যাবে না। তবে বুস্টার ডোজ নেওয়ার জন্যে কোনও রেজিস্টার করতে হচ্ছে না। দ্বিতীয় ডোজের কাগজ নিয়ে সেন্টারে গেলেই মিলবে এই ডোজ।

English summary
did you get call for booster dose, dont share OTP, alert from Kolkata Police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X